পরনে লাল পাড়ের সাদা শাড়ি ও ব্লাউজ়। সেই সঙ্গে ভারী সোনার গয়না। মাথায় ঠাকুরের নাম লেখা লাল-সোনালি রঙের ফেট্টি বাঁধা। এই বেশে নাচতে নাচতে হঠাৎই লুটিয়ে পড়ছেন সুধা চন্দ্রন। শারীরিক ভাবে উপস্থিত থাকলেও মানসিক ভাবে যেন অন্য কোনও জগতে পৌঁছে গিয়েছেন তিনি। এমনই একটি ভিডিয়ো নিয়ে আলোচনা তুঙ্গে। কী হয়েছে অভিনেত্রীর?
আর একটি ভিডিয়োয় দেখা যাচ্ছে, কান্নায় ভেঙে পড়েছেন সুধা। পুজোয় ভজন চলাকালীন এমন অবস্থা হয় সুধার। ভিডিয়ো দেখে উদ্বিগ্ন নেটাগরিক। কেউ বলছেন, অসুস্থ হয়ে পড়েছেন অভিনেত্রী। কারও আবার বক্তব্য, ভর হয়েছে সুধার উপরে।
ভজন চলাকালীন দেখা যায়, ক্রমশ নিজের উপর থেকে নিয়ন্ত্রণ হারাচ্ছেন সুধা। লুটিয়ে পড়ছেন তিনি। দৃষ্টিতেও বদল আসছে। সঙ্গে সঙ্গে তাঁকে গিয়ে ধরেন ঘটনাস্থলে উপস্থিত তিনজন। এক ব্যক্তিকে কামড়েও দিতে যান সুধা। তার পরেই নাচতে শুরু করেন। ওই আবহে দেখা যায়, এক শিল্পী কালী রূপে নাচছেন। কিন্তু কেন এমন ঘটল সুধার সঙ্গে, তা নিয়ে উঠছে প্রশ্ন। নেটাগরিকের একাংশের কথায়, “গভীর ভাবে আধ্যাত্মিক হতে পারলে, এমন হয়েই থাকে। কোনও মহাজাগতিক শক্তি ভর করে ভক্তদের উপরে।” তবে আর এক দলের বক্তব্য, “এই ধরনের বিষয়কে এই ভাবে গৌরবান্বিত করার কোনও অর্থ হয় না। মৃগী-সহ বিভিন্ন ধরনের অসুস্থতায় এমন হয়েই থাকে। সঠিক যুক্তি ও কারণ না জেনে কিছু দাবি করা উচিত নয়।”
সুধা চন্দ্রনের তরফ থেকে এই নিয়ে কোনও বিবৃতি দেওয়া হয়নি। ভারতীয় চলচ্চিত্র ও ছোটপর্দায় এক উল্লেখযোগ্য নাম সুধা চন্দ্রন। ‘নাচে ময়ূরী’ নামে একটি ছবিতে অভিনয় করে তিনি জনপ্রিয়তা পেয়েছিলেন।