Advertisement
E-Paper

‘হুমকি দিচ্ছে নানার গুন্ডারা’, যৌন হেনস্থার অভিযোগ খারিজ হলেও হার মানছেন না তনুশ্রী

তনুশ্রীর অভিযোগ খারিজ হয়েছে আদালতে। তবে কোনও ভাবেই নিজের অভিযোগ থেকে সরতে নারাজ তনুশ্রী। এ বার তিনি নানার বিরুদ্ধে নতুন অভিযোগ তুললেন।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১০ মার্চ ২০২৫ ১৩:৪১
Actress Tanushree Dutta claimed that her witnesses were getting unusual messages from Nana Patekar’s goons

নানার বিরুদ্ধে ফের অভিযোগ তনুশ্রীর। ছবি: সংগৃহীত।

২০১৮ সালে তনুশ্রী দত্ত শুরু করেছিলেন তাঁর লড়াই। অভিযোগ এনেছিলেন, ছবির শুটিংয়ের সময়ে যৌন হেনস্থা করেছিলেন নানা পটেকর। কিন্তু সেই লড়াইতে হেরে গিয়েছেন তনুশ্রী। দিন কয়েক আগেই তনুশ্রীর অভিযোগ নাকচ করে দিয়েছে আন্ধেরির আদালত। বিচারবিভাগীয় ম্যাজিস্ট্রেট এনভি বনসল জানিয়েছেন, অভিযোগের সময়সীমা অতিক্রম করে গিয়েছে। তাই তনুশ্রীর অভিযোগ খারিজ করা হয়েছে। তবে কোনও ভাবেই নিজের অভিযোগ থেকে সরে আসতে নারাজ তনুশ্রী। এ বার তিনি নানার বিরুদ্ধে নতুন অভিযোগ তুললেন। অভিনেত্রীর দাবি, নানা পটেকরের গুন্ডারা তাঁর সাক্ষীদের হুমকি দিচ্ছে।

২৩ মার্চ, ২০০৮ তারিখে ঘটে যাওয়া একটি ঘটনার জন্য ২০১৮ সালে এফআইআর দায়ের করেন তনুশ্রী। ‘হর্ন ওকে’ ছবির সময়ে নাকি তাঁর সঙ্গে অশালীন আচরণ করেছিলেন নানা। এর পরে প্রশ্ন ওঠে, কেন এত দিন পরে অভিযোগ এনেছিলেন তনুশ্রী। অভিনেত্রীর দায়ের করা অভিযোগকে ‘মিথ্যা’ দাবি করে আদালতের কাছে ‘বি-সামারি’ রিপোর্ট জমা দেয় পুলিশ।

সমাজমাধ্যমের এক পোস্টে অভিনেত্রী লিখেছেন, “নানা পটেকরের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগের ভিত্তিতে মুম্বই পুলিশের দায়ের করা ‘বি-সামারি’ রিপোর্টকে আদালত খারিজ করে দিয়েছে। ২০১৯-এই পুলিশ এই মামলা বন্ধ করতে চেয়েছিল। দাবি করেছিল, সমস্ত অভিযোগ মিথ্যা। আমার সাক্ষীদের সঙ্গে কথা না বলেই ‘বি-সামারি’ রিপোর্ট তৈরি করেছিল পুলিশ। এ দিকে আমার সাক্ষীদের হুমকি দিচ্ছিল নানা পটেকরের গুন্ডারা।”

তনুশ্রী আরও লেখেন, “সম্প্রতি, আমার এক সাক্ষী নানার বিরুদ্ধে আদালতে সরাসরি তাঁর বয়ান দিয়েছেন। তিনি এটাও জানিয়েছেন, ফোন করে তাঁকে হুমকি দেওয়া হয়েছে। আদালত সেই বয়ান নিয়ে জানিয়েছে, পুলিশের ‘বি-সামারি’ রিপোর্ট গ্রহণ করা হবে না। তাই আমরা কিন্তু একপ্রকার এই মামলা জিতেছি। এ বার এই ঘটনায় মুম্বই পুলিশ একটি চার্জশিট ফাইল করবে।”

Tanushree Dutta Nana Patekar
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy