গত কয়েক দিন ধরে অসুস্থ হয়ে কলকাতারই একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন টলিউড অভিনেত্রী তনুশ্রী। হাসপাতাল সূত্রে খবর, পেটে সংক্রমণ ও জ্বরের সমস্যায় ভুগছিলেন তিনি। তবে আপাতত সুস্থ রয়েছেন, সে কথা জানিয়ে নিজেই ছবি টুইট করেছেন নায়িকা।
আরও পড়ুন, দেব-রুক্মিণীর বিয়ে হল?
শুক্রবার সকালে নিজের একটি ছবি টুইট করে তনুশ্রী লেখেন, ‘গুড মর্নিং টুইটার ওয়ার্ল্ড। আগের থেকে অনেক ভাল আছি এখন। আপনাদের ভালবাসা ও সমর্থনের জন্য ধন্যবাদ। সকলে নিজের খেয়াল রাখবেন।’
দিন কয়েক আগেই মুক্তি পেয়েছে অরিন্দম শীলের ‘দুর্গা সহায়’। ওই ছবিতে তনুশ্রীর অভিনয় প্রশংসিত হয়েছে সব মহলে। বক্স অফিসেও সাফল্য পেয়েছে ছবিটি। পরিচালক রবি কিনাগির পরের ছবিতেও অভিনয় করছেন তিনি। কবে আপাতত নায়িকার সুস্থ হয়ে বাড়ি ফেরার অপেক্ষায় রয়েছেন অনুরাগীরা।
❤️ & (_)
Good morning twitter world.... feeling much better now.... all thanks to your love ❤️ & support.... take care every1 pic.twitter.com/moAbpQoZOf
— Tnusree C (@tnusreec) May 26, 2017
(_)