‘মিঠাই’-এর নায়ক আদৃত রায়ের বিয়ে ভাঙার খবর সদ্য পাওয়া গিয়েছে। গত বছর নভেম্বর বা ডিসেম্বর মাসে দিন ক্ষণ ঠিক হয়েছিল। কিন্তু অজানা কারণে আদৃত এবং তাঁর বহু বছরের প্রেমিকা সুপ্রিয়া মণ্ডলের বিয়ে ভেস্তে যায়। সম্পর্কও টেকেনি। সুপ্রিয়া চলতি মাসের শুরুতেই অন্য এক পুরুষের সঙ্গে আংটি বদল করেন।
কিন্তু আদৃতও আর ‘একা’ নন।
টেলিপাড়ার খবর, চুটিয়ে প্রেম করছেন আদৃত এবং কৌশাম্বী চক্রবর্তী। ঘটনাচক্রে ‘মিঠাই’ ধারাবাহিকে কৌশাম্বী তাঁর দিদির ভূমিকায় অভিনয় করেন। ডাকেন ‘দিদিয়া’ বলে। সূত্রের খবর, বেশ কয়েক মাস ধরে তাঁরা প্রেম করছেন। টেলি পাড়ায় এই খবর রটে গিয়েছে ইতিমধ্যেই।