বহু প্রতীক্ষিত বিয়ের আসরে একের পর এক অঘটন। স্মৃতি মন্ধানা
ও পলাশ মুচ্ছলের চার হাত এক হওয়ার কথা ছিল রবিবার। কিন্তু তারই মাঝে হঠাৎ
অসুস্থ হয়ে পড়েন স্মৃতির বাবা। এ বার খবর, শারীরিক অবস্থার অবনতির কারণে পলাশকেও
নিয়ে যাওয়া হয়েছে হাসপাতালে।
সূত্রের খবর, ভাইরাল সংক্রমণ ও অম্বলের সমস্যা বাড়তে থাকায় পলাশকে স্থানীয় বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। যদিও বিশেষ চিন্তার কোনও কারণ নেই বলেই খবর। ইতিমধ্যেই চিকিৎসায় সাড়া দিয়েছেন তিনি এবং হাসপাতাল থেকে ছাড়া পেয়ে হোটেলের পথে রওনা দিয়েছেন বলেও জানা যাচ্ছে।
আরও পড়ুন:
রবিবার অর্থাৎ ২৩ নভেম্বর, ক্রিকেটতারকা স্মৃতির সঙ্গে বিয়ে
হওয়ার কথা ছিল গায়ক পলাশের। কিন্তু, সে দিনই হঠাৎ হৃদ্রোগে আক্রান্ত হন স্মৃতির
বাবা। তড়িঘড়ি তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বাবাকে ছাড়া বিয়ে করতে রাজি হননি
স্মৃতি। ফলে বিয়ে পিছিয়ে যায়। ক্রিকেটতারকার পারিবারিক চিকিৎসক নমন শাহ ও তাঁর দলের
পর্যবেক্ষণে রয়েছেন তারকার বাবা। যদি শারীরিক অবস্থার কাঙ্ক্ষিত উন্নতি হয়, তা হলে তাঁকে
সোমবার হাসপাতাল থেকে ছেড়েও দেওয়া হতে পারে বলে খবর।