বৃহস্পতিবার দুপুর ভয়াবহ দুর্ঘটনা। গুজরাতের অহমদাবাদের সর্দার বল্লভভাই পটেল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ওড়ে এআই-১৭১ বিমানটি। ওড়ার কিছুক্ষণের মধ্যেই মেঘানিনগরের কাছে বসতি এলাকায় ভেঙে পড়ে সেটি। এই ঘটনার পরে নিজের একটি কাজ বাতিল করেছেন সলমন খান। ইতিমধ্যেই একটি বিবৃতি দিয়েছেন আমির খান। এ বার এগিয়ে এলেন শাহরুখ খান।
আরও পড়ুন:
বৃহস্পতিবার সন্ধ্যায় একটি অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা ছিল সলমন খানের। কিন্তু এই বিমান দুর্ঘটনার পরে বাক্রুদ্ধ সলমন। তাই এই অনুষ্ঠান বাতিল করেছেন তিনি। অনুষ্ঠানের আয়োজকদের তরফ থেকে বলা হয়েছে, “যা ঘটেছে তা অত্যন্ত দুঃখজনক। আমরা এই মুহূর্তে দেশের সঙ্গে রয়েছি।” একই ভাবে শোকস্তব্ধ শাহরুখ। সমাজমাধ্যমে তিনি লেখেন, ‘‘অহমদাবাদে বিমান দুর্ঘটনার খবরে গভীর ভাবে মর্মাহত। ক্ষতিগ্রস্ত পরিবারের সঙ্গে রয়েছে আমার প্রার্থনা।’’ এ ছাড়াও, এই ঘটনার পর আমির খান, অক্ষয় কুমার, সোনু সুদ, অনুষ্কা শর্মার মতো তারকারা শোকপ্রকাশ করেছেন।