
আরাধ্যার স্কুলের অনুষ্ঠানে হাজির ঐশ্বর্যা-অভিষেক

শুটিং নিয়ে ব্যস্ত থাকেন ঐশ্বর্যা রাই বচ্চন এবং অভিষেক বচ্চন। তবে সেই ব্যস্ততার মধ্যেও মেয়ে আরাধ্যাকে সময় দেওয়ার চেষ্টা করেন দম্পতি। শুক্রবার ছিল আরাধ্যার স্কুলের অ্যানুয়াল ডে। মেয়েকে সঙ্গ দিতেই সেখানে উপস্থিত ছিলেন তাঁরা।
স্কুলের অ্যানুয়াল ডে উপলক্ষে মঞ্চে পারফর্ম করেছিল আরাধ্যা। দর্শকাসনে বসে তা উপভোগ করেন ঐশ্বর্যা-অভিষেক। আরাধ্যার পারফরম্যান্সের ভিডিয়ো ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
মুম্বইয়ে ওই একই স্কুলের ছাত্র আব্রাম খান। ফলে ছেলেকে সময় দিতে শুক্রবারের অনুষ্ঠানে হাজির ছিলেন শাহরুখ খান এবং গৌরী। গত বছর এই অনুষ্ঠানে আরাধ্যাকে উত্সাহ দিতে হাজির হয়েছিলেন বচ্চন পরিবারের সকলেই।
আরও পড়ুন, বিয়ে করলেন অরিত্র-মহুয়া
মায়ের মতোই নাচ ভালবাসে আরাধ্যা। সম্প্রতি ঈশা অম্বানীর বিয়েতে অন্যান্য সেলেবদের সঙ্গে পারফর্ম করতে দেখা গিয়েছে এই স্টার কিডকেও। এ ছাড়া স্কুলের অনুষ্ঠানে নাকি বচ্চন পরিবারের খুদে সদস্য নিয়মিত পারফর্মার।
(রণবীর, দীপিকা, প্রিয়ঙ্কা, অনুষ্কা, ক্যাটরিনা -বলি তারকাদের হাঁড়ির খবর আমাদের বিনোদন বিভাগে।)