Advertisement
E-Paper

অতীত শিক্ষায় বদলেছেন নিজেকে, যমজ সন্তানদের নিয়ে কেন ‘দুশ্চিন্তায়’ ভোগেন কর্ণ জোহর?

যমজ সন্তান যশ এবং রুহিকে নিয়ে সব সময়ে চিন্তা করেন কর্ণ জোহর। নেপথ্য রয়েছে, তাঁর শৈশবের ব্যক্তিগত অভিজ্ঞতা। কী জানালেন প্রযোজক?

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২১ নভেম্বর ২০২৫ ১৩:৫৭
Bollywood producer Karan Johar says he is worried about his children Yash and Roohi gaining weight

দুই সন্তান রুহি (বাঁ দিকে) এবং যশের সঙ্গে কর্ণ জোহর। ছবি: সংগৃহীত।

বলিউড প্রযোজক কর্ণ জোহর ব্যক্তিগত জীবনের নানা বিষয় নিয়ে প্রকাশ্যে কথা বলতে পছন্দ করেন। অভিনেতা সম্প্রতি ভারতীয় টেনিস তারকা সানিয়া মির্জ়ার পডকাস্টে এসে নানা বিষয় নিয়ে কথা বলেছেন। আলাদা করে ৮ বছরের যমজ সন্তানদের (যশ এবং রুহি) নিয়ে তাঁর ‘দুশ্চিন্তা’র কথাও প্রকাশ করেছেন তিনি।

কর্ণ জানিয়েছিলেন, শৈশবে তিনি স্কুলে কটাক্ষের শিকার হতেন। নেপথ্যে ছিল তাঁর দেহের বাড়তি ওজন। তাই এখন সন্তানদের ওজন নিয়ন্ত্রণ বিষয়ে তিনি সচেতন। কর্ণ বলেন, ‘‘শৈশব নিয়ে আমি এতটাই ভয় পাই যে, এখন আমার সন্তানদের ওজন নিয়ে দুশ্চিন্তা হয়।’’

শৈশবে ওজন বৃদ্ধির অন্যতম কারণ মিষ্টি জাতীয় খাবার খাওয়া। তাই বাবা হিসেবে কর্ণ তাঁর অভিভাবকত্বের মধ্যেও অতীত থেকে শিক্ষা নিয়ে পরিবর্তন এনেছেন। কর্ণ বলেন, ‘‘আমি ওদের সব সময়ে বলি, ‘চিনি খেয়ো না’। আমি সব সময়েই চাই, ওরা যাতে চিনি থেকে দূরে থাকে।’’

কর্ণ জানান, ছাত্রাবস্থায় ওজনের কারণে তাঁকে ফুটবল খেলায় সুযোগ দেওয়া হত না। তাই সন্তানেরা যেন ভাল করে ফুটবল শেখে, বাবা হিসেবে সেটাই চান কর্ণ। ধর্মা-র কর্ণধারের কথায়, ‘‘এখন যদি দেখি তারা ফুটবল ক্লাস কামাই করছে, তা হলে আমার খুব রাগ হয়।’’

কর্ণ জানিয়েছেন, যশ এবং রুহির ‘স্ক্রিন টাইম’ তিনি নিয়ন্ত্রণ করেন। কিন্তু তবুও সমাজমাধ্যম থেকে তাদের দূরে রাখা কঠিন। কর্ণ বলেন, ‘‘ওদের যাতে এখন স্কুলে কোনও কাটাক্ষ না শুনতে হয়, তার জন্য আমি আমার পোশাক নির্বাচনও বদলে ফেলেছি। কারণ আমি ওদের লজ্জার কারণ হতে চাই না।’’ উল্লেখ্য, ২০১৭ সালে সারোগেসির মাধ্যমে যশ এবং রুহির জন্ম হয়।

Karan Johar Parenting Parenting Tips Celebrity Life
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy