প্রতি বারের মতো ‘কান’-এ তাঁকে দেখেই কানাকানি শুরু! এই পঞ্চাশ ছুঁইছুঁই বয়সেও যেন জেল্লা ফেটে পড়ছে রাই সুন্দরীর। তা হলে ছবিতে কেন দেখা যাচ্ছে না ঐশ্বর্যা রাই বচ্চনকে?
এক-আধ দিন নয়, শেষ বার ঐশ্বর্যাকে পর্দায় দেখা গিয়েছে অন্তত চার বছর আগে! হল কী ‘পারো’র? তবে কি বলিউড থেকে পাকাপাকি বিদায় নিয়ে ঘরসংসারেই মন দিতে চাইছেন বচ্চন পরিবারের বৌমা? এমন নানা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে অনুরাগী মহলে। সেই একই প্রশ্ন নিয়ে ঐশ্বর্যার মুখোমুখি সংবাদমাধ্যমও— ‘এত দিন কোথায় ছিলেন?’