এখনও নাকি ঐশ্বর্যা রাইকে ভুলতেই পারেননি সলমন খান। বহু অভিনেত্রীর সঙ্গে নাম জড়িয়েছে ভাইজানের। কিন্তু মনে রয়ে গিয়েছে পুরনো প্রেম— এমনই দাবি অবশ্য সলমনের অনুরাগীদের। ‘হম দিল দে চুকে সনম’ ছবির শুটিং থেকে প্রেম শুরু সলমন ও ঐশ্বর্যার। সেই প্রেম নিয়ে চর্চাও হয়েছিল বিস্তর। ঐশ্বর্যার প্রেমে নাকি সেই সময় ডুবে ছিলেন সলমন। এমনকি বিয়ের কথাও ভেবেছিলেন। কিন্তু তার মাঝেই ঘটে ছন্দপতন। ভেঙে যায় সম্পর্ক। যদিও তাঁদের প্রেমে ভাঙা নিয়ে বিস্তর জলঘোলা হয়। শোনা যায় ঐশ্বর্যার উপর অতিরিক্ত খবরদারি শুরু করেন সলমন। শুধু তা-ই নয়, বার কয়েক অভিনেত্রীর গায়ে হাতও তুলেছেন তিনি। ঐশ্বর্যার মা-বাবাও রাজি ছিলেন না। পরিস্থিতি এমন পর্যায় পৌঁছোয় যে, সলমনের বিরুদ্ধে আইনি পদক্ষেপ করতে হয় অভিনেত্রীকে। এত বছর পর তাঁদের সম্পর্ক নষ্ট হওয়ার আসল কারণ খোলসা করলেন ভাই সোহেল খান।
আরও পড়ুন:
সেই সময় সলমনের দুই বোন আলভিরা এবং অর্পিতার সঙ্গেও বেশ ভাল সম্পর্ক হয়ে যায় অ্যাশের। তখন তাঁদের প্রেমের গুঞ্জনে ডগমগ করছে টিনসেল টাউন। সলমনও বলিউডে ঐশ্বর্যার পায়ের তলার মাটি শক্ত করতে উঠে পড়ে লাগেন। তিনি কার সঙ্গে কাজ করবেন, কোন ছবি নেবেন সে বিষয়েও পরামর্শ দিতে শুরু করেন সলমন। পাল্লা দিয়ে বাড়তে থাকে সলমনের পানাসক্তি। এই সময়ই তাঁর বিরুদ্ধে কৃষ্ণসার হরিণ শিকারের মামলাও চলছে। তবে, এ সব নাকি আসল কারণ নয়। সলমনের ছোট ভাই সোহেল জানান, ঐশ্বর্যা চাননি সলমনের সঙ্গে তাঁর সম্পর্ককে প্রকাশ্যে স্বীকৃতি দিতে। অন্য দিকে সলমন ভীষণ ভাবে চাইছিলেন সকলকে জানাতে। সেই কারণেই নাকি নিরাপত্তাহীনতায় ভুগতে থাকেন ভাইজান। সোহেলের অভিযোগ, ঐশ্বর্যা কখনওই প্রতিশ্রুতিবদ্ধ হতে চাননি।