পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমিরের অনুরাগীর সংখ্যা ভারতেও কম নয়। তাঁরা নিয়মিত অভিনেত্রীর সমাজমাধ্যমে নজর রাখেন। শুধু তা-ই নয়, ভারতীয় তারকাদের সঙ্গে রীতিমতো যোগাযোগ রয়েছে হানিয়ার। গায়ক বাদশা তাঁর পরম বন্ধু। মাঝেমধ্যেই বিদেশে ছুটি কাটাতে দেখা যায় তাঁদের। দিলজিৎ দোসাঞ্জের সঙ্গে ছবি করার কথা ছিল তাঁর। যদিও তা এখন বিশ বাঁও জলে। ভারতে নিষিদ্ধ করা হয়েছে হানিয়া, মাহিরা খান-সহ একাধিক পাকিস্তানি তারকার সমাজমাধ্যম অ্যাকাউন্ট। এই পরিস্থিতিতে নিজের দেশের সেনার বিরুদ্ধে মুখ খুললেন হানিয়া! সাহায্য চাইলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে!
আরও পড়ুন:
এমনিতেই ভারতীয়দের সঙ্গে সখ্যের জেরে নিজের দেশে একাধিক বার সমলোচিত হয়েছেন হানিয়া। কেউ কেউ তো তাঁকে হিন্দু ধর্ম গ্রহণ করার উপদেশ পর্যন্ত দিয়েছেন। এ বার তাঁর নামের একটি সমাজমাধ্যমের পাতা থেকে একটি পোস্ট ভাইরাল হয়েছে। সেখানেই গোটা ঘটনার জন্য পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনিরের বিরুদ্ধে লেখা হয়েছে। কাশ্মীরে ঘটে যাওয়া হামলার নেপথ্যে তাঁকে দায়ী করা হয়েছে। সেই পোস্টে হানিয়া লেখেন, ‘‘কাশ্মীরে যে কাণ্ড পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির ঘটিয়েছেন, তার জন্য পাকিস্তানের গোটা বিনোদন জগতে প্রভাব পড়েছে। ভারতে পাকিস্তানি শিল্পীদের সমাজমাধ্যমও নিষিদ্ধ করে দেওয়া হয়েছে।’’
ওই পোস্টে আরও লেখা হয়, ‘‘আমি অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে অনুরোধ করছি, আমরা পাকিস্তানের সাধারণ মানুষ, আমরা ভারতীয়দের কোনও ক্ষতি করিনি। কিছু জঙ্গি ও পাকিস্তানি সেনা রয়েছেন কাশ্মীরের ঘটনার নেপথ্যে। যা পদক্ষেপ করার তা জঙ্গি ও পাকিস্তানি সেনাদের বিরুদ্ধে করুন। এখনাকার সাধারণ মানুষকে ছেড়ে দিন।’’
এমন পোস্ট সাড়া ফেলে দিয়েছে পাকিস্তানে। যদিও পরে অবশ্য জানা গিয়েছে, এই অ্যাকাউন্টটি ভুয়ো।