রাগে ফুটছেন দু’জনেই। গালাগালির বন্যা বইয়ে দিচ্ছেন সাংবাদিকদের সামনে। কোথাও কোনও রাখঢাক নেই। সেন্সর না করেই সেই ফুটেজ ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। কখনও অনিল কপূরের সোশ্যাল হ্যান্ডেল থেকে। তো কখনও অনুরাগ কাশ্যপ। পাল্টা দোষারোপের পালাও চলছে। অনিলের দাবি, সঠিক প্রোমো রয়েছে তাঁর কাছে। অনুরাগ বলছেন, প্রচারের আলো কাড়তে অনিল শুধুই নিজের অংশ কেটে সামনে এনেছেন।
নেটাগরিকেরাও তৈরি পছন্দের তারকার পক্ষ নিতে। সবটাই আশ্চর্যজনক ভাবে রসিয়ে রসিয়ে উপভোগ করছেন অনিল-কন্যা সোনম কপূর। ক্লিপিং বলছে, তাঁকে অপহরণের হুমকি দিয়েছেন অনুরাগ কাশ্যপ। এ কথা শোনার পরেও তিনি নিজে শেয়ার করেছেন ক্লিপিং!
এ সব হচ্ছেটা কী?
ইনস্টাগ্রাম বলছে, নতুন ছবি আসছে নেটফ্লিক্স ওটিটি-তে। তারই প্রোমো এ রকম মারাত্মক! তারই প্রচারে এসে অনুরাগ হুমকি দিয়েছেন, অনিল কপূরের মেয়ে সোনম অপহৃত হবেন, সত্যিকারের! অনিল মাত্র ১০ ঘণ্টার মধ্যে তাকে খুঁজে বের করার চেষ্টা করবেন। যত বার মার খাবেন, পাল্টা মার দেবেন, পড়বেন, উঠবেন, রক্তাক্ত হবেন। সবটাই সত্যিকারের।
এখানেই শেষ নয়। একটা সময় অনিল হাত জোড় করে দয়া ভিক্ষাও করবেন! তিনি বসে বসে দেখবেন ‘নায়ক’-এর কলজের জোর। এ সবই কি হবে ‘দ্বিতীয় এ কে’ অনুরাগ কাশ্যপের পরিচালনায়? কারণ তিনিই চ্যালেঞ্জ ছুঁড়েছেন। দাবি করেছেন, ‘সময় বদলেছে। এখন ছবি হিট হয় পরিচালকের মুন্সিয়ানার জোরে। অভিনেতাদের কাজ শুধুই অভিনয়, সংলাপ বলা, নাচাগান করা আর জনপ্রিয় হওয়া।’
আরও পড়ুন: রাশিয়ান স্ত্রী ধর্মান্তরিত হয়ে হিন্দু, জানালেন রাহুল নিজেই
কী বলছেন প্রথম ‘এ কে’? সপাটে জবাব তাঁর ‘না’। শেষ হাসি কি তাহলে হিরোই হাসবেন? মঞ্চে উঠে ‘ধিনাধিন ধা’ বললেই যেমন দুলে ওঠে আসমুদ্রহিমাচল? এখনও?
উত্তর মিলবে ২৪ ডিসেম্বর। তবে দুই ‘এ কে’র এই কুৎসিত বিবাদ কিন্তু হাসতে হাসতে মিলিয়ন ছুঁয়ে ফেলেছে।
আরও পড়ুন: গানের খাতার স্বত্ব বিক্রি করে দিলেন বব ডিলান