Follow us on

Download the latest Anandabazar app

© 2021 ABP Pvt. Ltd.

Advertisement

০৪ ডিসেম্বর ২০২১ ই-পেপার

‘এয়ারলিফ্ট’-এর রেকর্ড ভেঙে দিল ‘রুস্তম’

নিজস্ব সংবাদদাতা
মুম্বই ১৪ অগস্ট ২০১৬ ১৬:৩৩
ছবির একটি দৃশ্যে অক্ষয়-ইলিয়ানা।

ছবির একটি দৃশ্যে অক্ষয়-ইলিয়ানা।

নিজেই নিজের রেকর্ড ভেঙে দিলেন অক্ষয় কুমার। ১২ই অগস্ট মুক্তি পেয়েছে অক্ষয় কুমার, ইলিয়ানা ডি’ক্রুজ অভিনীত ‘রুস্তম’। আর ওপেনিং ডে কালেকশনে ‘এয়ারলিফ্ট’কে অবলীলায় পিছনে ফেলেছে সে। ‘রুস্তম’ প্রথম দিনেই বক্স অফিসে আয় করেছে ১৪.১১ কোটি টাকা। এর আগে ফার্স্ট ডে কালেকশনে অক্ষয় কুমারের ‘এয়ারলিফ্ট’-এর রেকর্ড ছিল ১২.৩৫ কোটি টাকা। সেখানে ‘রুস্তম’ তার থেকে এগিয়ে গেল কয়েক কদম।

নানাবতী মার্ডার কেসের ঘটনা অবলম্বনে তনু সুরেশ দেশাইয়ের ‘রুস্তম’ মুক্তি পেয়েছে দোশজুড়ে ২৩০০টি স্ক্রিনে। মুক্তির পর থেকেই সমালোচকদের প্রশংসা কুড়িয়েছে অক্ষয়-ইলিয়ানা জুটি। মুক্তির প্রথম দিনেই নিজের রেকর্ডকে তো টেক্কা দিলেন খিলাড়ি। তবে একইসঙ্গে মুক্তি পাওয়া আশুতোষ গোয়ারিকরের ‘মহেঞ্জদারো’কে টেক্কা দিয়ে শেষ পর্যন্ত ‘রুস্তম’ দৌড়ে এগিয়ে থাকতে পারবে কিনা সেটাই এখন দেখার অপেক্ষা।

আরও পড়ুন: নানাবতী মামলার ‘জট খুলল’ রুস্তম-এ

Advertisement

আরও পড়ুন

Advertisement