দেশের মানচিত্রে পা, রোষের মুখে অক্ষয় কুমার। ফাইল চিত্র।
সাধারণত দেশপ্রেমের জন্য খবরে থাকেন তিনি। তবে এ বার একেবারে উল্টো কারণে শিরোনামে আক্কি। দেশের মানচিত্রের উপর দিয়ে হাঁটছেন অভিনেতা। তাই দেখে বেজায় চটলেন অনুরাগীরা। সমাজমাধ্যমে একের পর এক কটাক্ষের শিকার বলিউড তারকা অক্ষয় কুমার।
The Entertainers are all set to bring 100% shuddh desi entertainment to North America. Fasten your seat belts, we’re coming in March!
— Akshay Kumar (@akshaykumar) February 5, 2023@qatarairways pic.twitter.com/aoJaCECJce
এক উড়ান সংস্থার জন্য নতুন একটি বিজ্ঞাপনে অভিনয় করেছেন অক্ষয় কুমার। একই বিজ্ঞাপনে অভিনয় করেছেন দিশা পটানি, নোরা ফতেহি, মৌনি রায়ও। সেই বিজ্ঞাপনে দেখা যায়, একটি প্রতীকী গ্লোবের উপর দিয়ে হাঁটছেন তাঁরা সবাই। সমাজমাধ্যমে সেই বিজ্ঞাপনের ভিডিয়ো শেয়ার করেন ‘রাম সেতু’ খ্যাত অভিনেতা। ভিডিয়ো পোস্ট করার কিছু ক্ষণের মধ্যেই আমজনতার রোষের মুখে পড়েন অক্ষয়। ভারতের মানচিত্রের উপর দিয়ে হেঁটে দেশকে চূড়ান্ত অপমান করছেন তিনি, অভিযোগ সাধারণ মানুষের। অনেকের দাবি, দেশের মানচিত্রের উপর দিয়ে হাঁটা দেশমাতৃকাকে লাথি মারার সমান। কী ভাবে এমন কাজ করলেন তিনি! অভিনেতার উদ্দেশে প্রশ্ন অনুরাগীদের। কেউ কেউ আবার এই সুযোগে অক্ষয়কে কানাডার নাগরিক বলে খোঁচা দিতেও ছাড়েননি। তাঁদের বক্তব্য, কানাডার নাগরিক হয়ে ভারতমাতার প্রতি শ্রদ্ধা জাগবে কী করে!
শুধু তা-ই নয়, অনেকে আবার টেনে এনেছেন ‘পাঠান’ বিতর্কের প্রসঙ্গও। মুক্তির আগে একাধিক বিতর্কের মুখে পড়ে শাহরুখ খানের ছবি। ছবির ‘বেশরম রং’ গানে দীপিকা পাড়ুকোনের পোশাকের রং নিয়ে তুঙ্গে ওঠে বিতর্ক। এমনকি, বিতর্কের জেরে ছবি মুক্তি নিয়েও ধন্দে পড়ে গিয়েছিলেন ছবির নির্মাতারা। ছবি যাতে সুস্থ পরিস্থিতিতে মুক্তি পায়, সে জন্য একাধিক ফোন করতে হয়েছিল খোদ শাহরুখ খানকে। অক্ষয় কুমারের দেশের মানচিত্রের উপর দিয়ে হাঁটা বিতর্কে সেই প্রসঙ্গ টেনে আনেন সাধারণ মানুষ। ‘‘যারা ‘পাঠান’ বয়কট করতে চেয়েছিল, তারা এখন কোথায় গেল?’’ টুইটারে প্রশ্ন আমজনতার। মানচিত্র বিতর্ক নিয়ে অবশ্য এখনও পর্যন্ত মুখ খোলেননি অক্ষয় কুমার।