Advertisement
২০ এপ্রিল ২০২৪
Akshay Kumar

১৮ দিন ধরে ৯০০ কিমি হেঁটে অক্ষয় কুমারের সঙ্গে দেখা করতে এলেন এই ভক্ত!

পর্বতের সঙ্গে ছবি পোস্ট করে সেই ঘটনার কথা নিজের ফেসবুক ও ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে শেয়ার করেছেন বলি তারকা।

অক্ষয়ের সঙ্গে দেখা করতে ৯০০ কিলোমিটার হাঁটলেন পর্বত। ছবি ইনস্টাগ্রাম থেকে সংগৃহীত।

অক্ষয়ের সঙ্গে দেখা করতে ৯০০ কিলোমিটার হাঁটলেন পর্বত। ছবি ইনস্টাগ্রাম থেকে সংগৃহীত।

সংবাদ সংস্থা
মুম্বই শেষ আপডেট: ০২ সেপ্টেম্বর ২০১৯ ১১:০৭
Share: Save:

বলিউড সুপারস্টার অক্ষয় কুমারের ভক্ত তিনি। নাম পর্বত। থাকেন দ্বারকায়। সেখান থেকে ৯০০ কিলোমিটার পাড়ি দিয়ে রবিবার তিনি পৌঁছেছেন মুম্বইয়ে। এই পথ যেতে তাঁর সময় লেগেছে ১৮ দিন! এই ১৮ দিন ধরে এতটা পথ তিনি হেঁটেছেন প্রিয় অভিনেতার সঙ্গে দেখা করতে। নিজের এরকম একনিষ্ঠ ভক্তকে হতাশ করেননি অক্ষয়ও। তিনি পর্বতের সঙ্গে দেখা করেছেন। পর্বতের সঙ্গে ছবি পোস্ট করে সেই ঘটনার কথা নিজের ফেসবুক ও ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে শেয়ার করেছেন বলি তারকা।

রবিবারের সেই পোস্টে অক্ষয় লিখেছেন, ‘পর্বতের সঙ্গে আলাপ হল। আমার সঙ্গে দেখা করতে ১৮ দিন ধরে ৯০০ কিলোমিটার হেঁটে মুম্বইয়ে এসেছে ও। লক্ষ্যে পৌঁছনোর জন্য এই রকম পরিকল্পনা ও সংকল্প যদি দেশের যুবকরা নেন, তা হলে আমাদের উন্নতি কেউ আটকাতে পারবে না।’

এতটা পথ পাড়ি দিয়ে তাঁর সঙ্গে দেখা করতে আসার জন্য পর্বতকে শুভেচ্ছাও জানিয়েছেন অক্ষয়, দিয়েছেন উপদেশও। বলেছেন, ‘যে প্রাণশক্তিকে কাজে লাগিয়ে তুমি আমার সঙ্গে দেখা করতে এসেছ, তার অপচয় করো না। নিজেকে উন্নত করার জন্য সেই প্রাণশক্তিকে কাজে লাগাও।’

আরও পড়ুন: গুমোট ভাদুরে সন্ধ্যায় ভাসাল মৌসুমী বাতাস

আরও পড়ুন: ‘আমার জ্ঞান কম থাকতে পারে, শেখায় অনীহা নেই’

It’s always great to meet you all and I’m grateful for all the love you give me but a request to please not do these things...focus your time, energy and resources in bettering your life, that’ll make me the happiest 🙏🏻 Wishing Parbat all the very best

A post shared by Akshay Kumar (@akshaykumar) on

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Akshay Kumar Viral video Fan
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE