Advertisement
E-Paper

অক্ষয়ের ছবিকে দিয়েছিলেন ‘ফ্লপ’ তকমা, জয়াকে পাল্টা উত্তর ছবির প্রযোজকের, কী বললেন তিনি?

সম্প্রতি ‘টয়লেট: এক প্রেম কথা’ ছবিটিকে ‘ব্যর্থ’ বলে ঘোষণা করেন জয়া। অভিনেত্রীর মন্তব্যের পাল্টা উত্তর দিলেন ছবির প্রযোজক।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২১ মার্চ ২০২৫ ১৮:১৮
Akshay Kumar starrer Toilet Ek Prem Katha producer strongly reacts to Jaya Bachchan’s flop film statement

(বাঁ দিকে) অক্ষয় কুমার। জয়া বচ্চন (ডান দিকে)। ছবি: সংগৃহীত।

সম্প্রতি অক্ষয় কুমার অভিনীত ‘টয়লেট: এক প্রেম কথা’ ছবিটি নিয়ে তাঁর ক্ষোভ উগরে দিয়েছিলেন। ছবিটিকে ‘ফ্লপ’ আখ্যা দেওয়ার পাশাপাশি ছবির শিরোনামটি যে তাঁর অপছন্দ, সে কথাও স্পষ্ট করেন বলিউডের বর্ষীয়ান অভিনেত্রী জয়া বচ্চন। জানান, এ রকম কোনও ছবি দেখবেন না। এ বার অভিনেত্রীকে পাল্টা জবাব দিলেন ছবিটির সহ-প্রযোজক।

জয়া ওই আলোচনা সভায় বলেন, “ছবির নামটা দেখুন। যে ছবির নাম এমন, তা আমি কখনওই দেখব না। এটা একটা নাম হল?” ছবির প্রযোজক প্রেরণা অরোরা বলেন, ‘‘প্রথমেই বলি, আমি জয়াজির খুব বড় ভক্ত। ওঁর ‘গুড্ডি’, ‘উপহার’, ‘মিলি’ বা ‘অভিমান’-এর মতো ছবিগুলি আমি যখন-তখন দেখতে পারি। সেখানে আমাদের ছবিকে তিনি যে ভাবে ব্যর্থ বলেছেন, তাতে দুঃখ পেয়েছি।’’ এরই সঙ্গে তিনি জয়াকে ছবির বক্স অফিস রিপোর্ট দেখার পরামর্শ দিয়েছেন। প্রেরণার কথায়, ‘‘আমাদের ছবি অনেক টাকা মুনাফা ঘরে আনে। ছবিটি সে বছরের সর্বাধিক ব্যবসা করা প্রথম পাঁচটি ছবির মধ্যে ছিল।’’ জয়াকে ব্যক্তিগত ভাবে ছবিটি দেখানোর ইচ্ছাপ্রকাশ করেছেন তিনি।

২০১৭ সালে মুক্তি পায় ‘টয়লেট: এক প্রেম কথা’। ছবিতে অক্ষয় অভিনীত চরিত্রের নাম ছিল কেশব। তাঁর বিপরীতে ছিলেন ভূমি পেডনেকর, যাঁর চরিত্রের নাম ছিল জয়া। কেশব প্রেমে পড়ে জয়ার। কিন্তু কেশবের বাড়িতে কোনও শৌচালয় নেই বলে আপত্তি জানায় সে। তখনই নায়ক সিদ্ধান্ত নেয়, বাড়িতে শৌচালয়ের ব্যবস্থা করবে। তবে বিষয়টি মোটেই সহজ নয়। পরিবার ও গোটা গ্রাম আপত্তি জানায় বাড়ির মধ্যে শৌচালয়ের ব্যবস্থা হবে শুনে। অবশেষে সব বাধা পেরিয়ে স্ত্রীর জন্য শৌচালয় তৈরি করে কেশব।

Jaya Bachchan Akshay Kumar Toilet Ek Prem Katha Bollywood Actors
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy