শনিবারের সকালটা কি বাকি দিনগুলোর থেকেও বেশি মিষ্টি রণবীর কপূর, আলিয়া ভট্টের কাছে?
হঠাৎ এমন প্রশ্ন কেন? ক্যালেন্ডারের পাতা বলছে, শনিবার, ১৪ মে-র ঠিক এক মাস আগে ‘মিস ভট্ট’ থেকে ‘মিসেস কপূর’ হয়েছিলেন আলিয়া। পাঁচ বছরের প্রেমে ইতি। ১৪ এপ্রিল থেকে দাম্পত্যের সূচনা। আত্মীয়তার বন্ধনে বাঁধা পড়েছিল কপূর-ভট্ট পরিবার। দেখতে দেখতে সেই দাম্পত্যের এক মাস পার। নিশ্চয়ই উদযাপনে মেতেছেন নতুন মিঞা-বিবি?