Follow us on

Download the latest Anandabazar app

© 2021 ABP Pvt. Ltd.

Advertisement

২৭ নভেম্বর ২০২১ ই-পেপার

মহেশের সঙ্গে প্রথম কাজ, আবেগপ্রবণ হয়ে পড়লেন আলিয়া

নিজস্ব প্রতিবেদন
কলকাতা ১৯ মে ২০১৯ ১৬:৪১
বাবার সঙ্গে আলিয়া। ছবি: ইনস্টাগ্রাম থেকে গৃহীত।

বাবার সঙ্গে আলিয়া। ছবি: ইনস্টাগ্রাম থেকে গৃহীত।

বাবা অর্থাত্ মহেশ ভট্টের সঙ্গে প্রথম কাজ। স্বভাবতই উত্তেজিত আলিয়া। শনিবার থেকে শুরু হল ‘সড়ক-২’-এর শুটিং। সোশ্যাল মিডিয়ায় সে ছবি শেয়ার করেছেন আলিয়া। এই ছবির মাধ্যমেই দীর্ঘ ২০ বছর পর ফের পরিচালনায় ফিরছেন মহেশ।

আলিয়া লিখেছেন, “ফিল্মের প্রথম দিনের শুটিং হয়ে গেল। বাবাই আমার পরিচালক। প্রথম দিন আমার শুটিং ছিল না। আর কয়েকদিনের মধ্যেই আমি শুটিং শুরু করব। ...এ যেন স্মৃতির পাহাড়ে ওঠার চেষ্টা। আমি নিশ্চিত চূড়ায় উঠব। যদি পড়েও যাই, আবার উঠে দাঁড়াব। একদম নতুন একটা জার্নি...।”

আলিয়া ছাড়াও সঞ্জয় দত্ত, পূজা ভট্ট, আদিত্য রয় কপূর, গুলশন গ্রোভারের মতো শিল্পীর অভিনয়ে সমৃদ্ধ হতে চলেছে এই ছবি। ‘সড়ক-২’-এর চিত্রনাট্য সবার আগে নাকি পেয়েছিলেন গুলশন। সোশ্যাল মিডিয়ায় এ খবর জানিয়েছেন পূজা ভট্ট। সব কিছু ঠিক থাকলে আগামী বছরের ২৫মার্চ মুক্তি পাবে এই ছবি।

Advertisement


Tags:
Alia Bhatt Bollywood Celebrities Hindi Film Upcoming Movies Mahesh Bhattমহেশ ভট্টআলিয়া ভট্ট

আরও পড়ুন

Advertisement