অভিনয়ের পাশাপাশি মেয়ে রাহাকেও সময় দিচ্ছেন অভিনেত্রী আলিয়া ভট্ট। মেয়েকে বড় করে তোলার জন্য নিজেকেও নতুন করে আবিষ্কার করছেন। এক দিকে মেয়ে যেমন বড় হচ্ছে, তাঁর মাতৃত্বেরও বয়স বাড়ছে। পাল্লা দিয়ে বাড়ছে আলিয়ার পেশা জীবনের ব্যস্ততা। তাই সব দিক সামলে মেয়েকে সময় দিতে নাভিশ্বাস উঠছে আলিয়ার।
সন্তানের জন্মের পর কিছুটা সময় বিরতি নিয়েছিলেন রণবীর-ঘরনি। তবে, তাড়াতাড়ি যাতে কাজে ফিরতে পারেন, সে ব্যাপারে সবরকম ভাবে পাশে পেয়েছেন রণবীরকে। মেয়ের জন্মের পর স্বামী-স্ত্রী একটি বিষয়ে এককাট্টা ছিলেন। আলিয়া বলেন, “মেয়ের জন্মের পরেই আমরা একটা সিদ্ধান্তে আসি যে, মেয়েকে একা ছাড়ব না কখনও। রাহাকে কখনও আমি দেখব, কখনও রণবীর। যার যখন কাজ থাকবে, অন্য জন ছুটি নিয়ে আমরা সন্তানের কাছে থাকব।’’
আরও পড়ুন:
এই মুহূর্তে রণবীর ও আলিয়ার দু’জনেই এক ছবিতে অভিনয় করছেন। ছবির নাম ‘লভ এন্ড ওয়ার’। শুটিং রাতে। তাই দু’জনকেই রাতটা বাইরে কাটাতে হচ্ছে। তবে আলিয়া বলেন, ‘‘আমরা দিনের পুরোটা সময় ওর সঙ্গে থাকি। তবে রাহা নিজেও ব্যস্ত, ওর বিভিন্ন ক্লাস থাকে। দাদু-দিদার কাছে যায়। খেলতে যায়। আমার পরিবার ও সহকারীরা-সহ এত গুলো লোক সহযোগিতা না করলে কিছুতেই সম্ভব হত না।’’