Advertisement
E-Paper

‘ধর্মীয় কারণে ঘর ভাড়া পেতে নাজেহাল’, শেষমেশ কী করলেন আলি গনি ও জসমিন?

পরস্পরের প্রিয় বন্ধু ছিলেন। তার পরে ২০২০ সালে ‘বিগবস’-এর ঘর থেকে প্রেম শুরু আলি ও জসমিনের।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৭ মে ২০২৫ ১৮:৫৩
Aly Goni said that he was in trouble looking for a room in a rent

বাড়ি ভাড়া পেতে কালঘাম ঝরেছিল আলি ও জসমিনের। ছবি: সংগৃহীত।

ধর্মের জন্য বাড়ি ভাড়া পেতে গিয়ে কালঘাম ঝরেছিল। সম্প্রতি এক অনুষ্ঠানে সেই অস্বস্তিকর অভিজ্ঞতা প্রকাশ্যে আনলেন ছোট পর্দার অভিনেতা। মুম্বই শহরে প্রেমিকা জসমিন ভসিনের সঙ্গে বাড়ি ভাড়া নিতে চেয়েছিলেন আলি। তখন ঠিক কী কী ঘটেছিল, তা নিয়ে মুখ খুলেছেন অভিনেতা।

পরস্পরের প্রিয় বন্ধু ছিলেন। তার পরে ২০২০ সালে ‘বিগবস’-এর ঘর থেকে প্রেম শুরু আলি ও জসমিনের। অনুষ্ঠানে ধর্মীয় ভেদাভেদের প্রসঙ্গে প্রশ্ন করা হলে,আলি বলেন, “আমি একজন কাশ্মীরি। রুপোলি দুনিয়ায় আমি কোনও রকমের ভেদাভেদের মুখোমুখি হইনি। তবে বাড়ি খুঁজতে গিয়ে আমি সমস্যায় পড়েছিলাম বটেই। এই ধরনের ভেদাভেদের মুখোমুখি আজও হই।”

বাড়ি খুঁজতে গিয়ে বেশির ভাগ সময়ে প্রবীণদের সঙ্গে কথা হয়েছিল তাঁর। আলি বলেছেন, “বাড়ি খোঁজার সময়ে আমাকে বার বার প্রত্যাখ্যান করা হয়েছে। বলা হয়েছে, ‘আমরা মুসলিমদের ঘর দিই না।’ তবে এঁদের বেশির ভাগই প্রবীণ মানুষ।”

চলতি বছরেই বিয়ে করার কথা আলি গনি ও জসমিনের। ছোট পর্দার তারকা কৃষ্ণা মুখোপাধ্যায় এই খবর ফাঁস করেছিলেন। চলতি বছরের শেষের দিকে নাকি তাঁরা চার হাত এক করবেন। তবে পরে নিজেই এই মন্তব্য ফিরিয়ে নিয়েছিলেন কৃষ্ণা। তিনি বলেছিলেন, “বন্ধুদের বলছি, কেউ বিয়ে করছে না। দয়া করে ওদের আর বিরক্ত করবেন না।”

বিয়ে নিয়ে জসমিন বলেছিলেন, “বিয়ের খবর গুজবমাত্র। আমরা নিজেরাই হাসাহাসি করছি। আমরা এই বিষয়ে সিদ্ধান্ত নিলে, নিজেরাই ঘোষণা করব। তত দিন আমাদের নিয়ে গুজব না ছড়ানোর অনুরোধ করব। আপাতত আমাদের মন কাজে রয়েছে।”

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy