‘অপারেশন সিঁদুর’-এর জয়জয়কার করে আগেই সমাজমাধ্যমে পোস্ট করেছিলেন। কিন্তু সংবাদমাধ্যমের সামনে কঙ্গনা জানালেন, পরিস্থিতি দেখে ভয় হচ্ছে তাঁর। পহেলগাঁও ঘটনার ১৫ দিনের মাথায় পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দিয়েছে ভারতীয় সেনা। এই খবরেই বুধবার ঘুম ভাঙে ভারতবাসীর। বলিউডের তারকারাও এই পদক্ষেপকে কুর্নিশ জানিয়েছে।
সংবাদমাধ্যমকে কঙ্গনা বলেছেন, “দেশ এখন যুদ্ধের মধ্যে। তাই আমরা সকলেই সন্ত্রস্ত হয়ে রয়েছি। কিন্তু দেশের প্রতিরক্ষা বাহিনী আমাদের রক্ষা করছে। তাই আমরাও ঈশ্বরের কাছে প্রার্থনা করছি, ওঁরাও যেন সুরক্ষিত থাকেন। নিজেদের লক্ষ্যে যেন ওঁরা সফল হন। আমাদের প্রার্থনা করা উচিত, সমস্ত রকমের আতঙ্কের থেকে আমাদের দেশ যেন সুরক্ষিত থাকে।”
পরিস্থিতি দেখে ভয় হলেও কঙ্গনা বলেছেন, “আমাদের বিপদ হবে না। আমরাই বিপদ।” ‘অপারেশন সিঁদুর’-এর নামকরণ নিয়ে তিনি বলেছেন, “প্রধানমন্ত্রী মোদী এই নামকরণ করেছেন। কারণ আমাদের মায়েদের ও মেয়েদের স্বামীদের হত্যা করা হয়েছে তাঁদেরই চোখের সামনে। জঙ্গিদের হামলায় ওঁরা বিধবা হয়েছেন। সেই মৃত্যুর প্রতিশোধ নেওয়া হয়েছে।” সমাজমাধ্যমের পোস্টে কঙ্গনা জানিয়েছিলেন, সন্ত্রাসকে বিন্দুমাত্র সহ্য করা যাবে না। তিনি লিখেছেন, “ভারতীয় সেনার এই অভিযানে পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের ৯টি জঙ্গিঘাঁটি গুঁড়িয়ে দেওয়া হয়েছে।”
আরও পড়ুন:
‘অপারেশন সিঁদুর’-এর প্রশংসা করে মুখ খোলেন সুনীল শেট্টি, অক্ষয় কুমার, বিক্রান্ত মাসে, নিমরত কৌর, সামান্থা রুথ প্রভু। তবে পাকিস্তানের শিল্পীরা উল্টো সুর তুলেছেন। হানিয়া আমির, ফওয়াদ খানেরা পহেলগাঁও-এর নিন্দা করলেও, ‘অপারেশন সিঁদুর’-এর সমালোচনা করেছেন।