প্রতিবছর পুজোর আগেই দেখা যায় প্রেক্ষাগৃহের সংখ্যা এবং প্রদর্শনের সময় নিয়ে চাপা প্রতিযোগিতা। যদিও এই রেষারেষি সরিয়ে রেখে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের বার্তা দেওয়ারই চেষ্টা করেন টলিতারকারা। দুই দিন আগে প্রকাশ্যে এসেছে ‘রক্তবীজ ২’-এর প্রচার-ঝলক। ২ মিনিট ৪৮ সেকেন্ডের ভিডিয়ো দেখে কী করলেন ‘রঘু ডাকাত’ দেব?
এই বছর দুর্গাপুজোয় মুক্তি পাবে চারটি ছবি। ‘রক্তবীজ ২’, ‘রঘু ডাকাত’, ‘দেবী চৌধুরাণী’, ‘যত কাণ্ড কলকাতাতেই’। এক দিকে দেব, অন্য দিকে অঙ্কুশ, আবীর চট্টোপাধ্যায় আবার আর এক দিকে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শ্রাবন্তী চট্টোপাধ্যায়। মারকাটারি প্রতিযোগিতা যে শুরু হতে চলেছ, তা কিছুটা আন্দাজ করা যায়।
যদিও এক সাক্ষাৎকারে শ্রাবন্তী বলেছিলেন, “এই ইন্ডাস্ট্রি একটা ছোট পরিবার। আমরা সবাই নিজেদের মতো কাজ করার চেষ্টা করছি।” বার বার অনেক সাক্ষাৎকারে অভিনেতারা এই কথাই বলেন। সেই উদাহরণ আবার দেখা গেল সমাজমাধ্যমের পাতায়।
ইনস্টাগ্রাম স্টোরিতে ‘রক্তবীজ ২’-এর প্রচার-ঝলক ভাগ করে নিয়েছেন দেব। লিখেছেন, “ভাই অঙ্কুশকে আমার শুভেচ্ছা। আবীর, মিমি, কৌশানীকেও দারুণ লাগছে।” পর্দার ‘রঘু’-কে ধন্যবাদ জানাতে ভোলেননি অঙ্কুশও।
তিনি লেখেন, “ধন্যবাদ দাদা। ২০ সেপ্টেম্বরের অপেক্ষায় আছি। এই পুজোয় বাংলা ছবির জয় হোক।” এই পুজোয় মুনির আলম হয়ে পর্দায় আসছেন অঙ্কুশ। আর দেব হলেন ডাকাত সর্দার। এখন দেখার, দুই নায়কের মধ্যে কে এগিয়ে থাকেন পুজোর প্রতিযোগিতায়?