Advertisement
০৩ ডিসেম্বর ২০২৩
Rajinikanth

৩২ বছর পর একসঙ্গে দুই মহাতারকা, ১৭০ তম ছবিতে বিরাট চমক দিলেন রজনীকান্ত

দিন কয়েক ধরেই গুঞ্জনটা চলছিল, মঙ্গলবার সেই জল্পনায় সিলমোহর পড়ল। ৩২ বছর পর একসঙ্গে অমিতাভ-রজনীকান্ত।

Amitabh Bachchan Joins Rajinikanth for Thalaivar 170 movie after 32 years

রজনীকান্ত। ছবি: সংগৃহীত।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
মুম্বই শেষ আপডেট: ০৩ অক্টোবর ২০২৩ ২১:১৩
Share: Save:

‘জেলার’ ছবির সাফল্যের পর এ বার বড় চমক দিলেন রজনীকান্ত। নিজের জীবের ১৭০ তম ছবিটি করতে চলেছেন। সেই ছবিতেই ফের জুটি বাঁধবেন দুই মহা তারকা। এক জন দক্ষিণী ছবির থালাইভা হলে অন্য জন ভারতীয় ছবির অভিভাবক। প্রায় ৩২ বছর পর ফের জুটি বাঁধতে চলেছেন রজনীকান্ত ও অমিতাভ বচ্চন। ‘থালাভিয়ার ১৭০’ ছবিতে দুই মহাতারকার পুনর্মিলন হতে চলেছে।

অমিতাভ বচ্চন-রজনীকান্ত।

অমিতাভ বচ্চন-রজনীকান্ত। ছবি:সংগৃহীত।

শেষ বার তাঁদের একসঙ্গে দেখা গিয়েছিল ‘হম’ ছবিতে। তার আগে ‘অন্ধা কানুন’ এবং ‘গ্রেফতার’ ছবিতে জুটি বাঁধেন তাঁরা। বর্তমানে ব্যস্ততা তুঙ্গে দুই তারকারই। হাতের কাজ শেষ করেই নতুন ছবির জন্য প্রস্তুতি শুরু করবেন তাঁরা। বয়স হয়েছে, তবু ক্লান্তি নেই অমিতাভ কিংবা রজনীর। দিন কয়েক ধরেই গুঞ্জনটা চলছিলই, মঙ্গলবার প্রযোজনা সংস্থার তরফে আনুষ্ঠানিক ঘোষণা করা হয়। তাঁদের সমাজমাধ্যমের পাতায় লেখেন, ‘‘ভারতীয় সিনেমার শেহনশাহকে স্বাগত। ‘থালাভিয়ার ১৭০’ ছবিকে অন্য উচ্চতায় নিয়ে যেতে পারেন একমাত্র মিস্টার বচ্চন।’’

শোনা যাচ্ছে, অমিতাভের চরিত্রটিও অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে ‘থালাভিয়ার ১৭০’-তে। ছবিটির কাজ কবে থেকে শুরু হবে, সে কথা অবশ্য নির্দিষ্ট করে জানাননি নির্মাতারা। শোনা যাচ্ছে, এ বছরের শেষ দিকেই শুটিং আরম্ভ হবে। রজনীকান্তের ১৭০তম ছবি, তাই তাঁর প্রতি সম্মান জানিয়েই ছবির এমন নামকরণ। দুই মহাতারকা যুগলবন্দি দেখতে মুখিয়ে রয়েছেন তাঁদের অনুরাগীরা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE