রাজকুমারের অভিনয়ের প্রশংসা করলেন বিগ বি।
বরেলি কি বরফি’ ছবিতে রাজকুমার রাও-এর অভিনয় দেখে মুগ্ধ অমিতাভ বচ্চন। বিগ বি এতটাই মুগ্ধ হয়েছেন যে, চিঠি লিখে অভিনেতাকে শুভেচ্ছা জানিয়েছেন। পাঠিয়েছেন ফুলের তোড়া। প্রশংসা করে লিখেছেন, ‘‘কাল রাতে বরেলি কি বরফি দেখেছি। অসাধারণ অভিনয় দেখে ভাল লাগল।’’
' ' !!
T 2530 - Saw 'Bareilly ki Barfi' last night .. a delightful film and such competent and excellent performances .. !! pic.twitter.com/BKHqSIhgjy
— Amitabh Bachchan (@SrBachchan) August 28, 2017
বলিউডের শাহেনশার কাছ থেকে এমন শুভেচ্ছা বার্তা পেয়ে আপ্লুত রাজকুমারও। টুইটে অমিতাভ বচ্চনের পাঠানো ফুল ও শুভেচ্ছাবার্তার ছবি শেয়ার করেছেন তিনি। অমিতাভকে প্রণাম জানিয়ে ‘প্রীতম বিদ্রোহী’ লিখেছেন, ‘‘যখন এক জন লেজেন্ড নিজের হাতে লেখা শুভেচ্ছা বার্তা পাঠান...’’
আরও পড়ুন বিগ বি’র কৌন বনেগা ক্রোড়পতি সিজন ৯এ হট সিটে কোন বলি সেলেবরা?
When the legend sends you this handwritten note.. Thank you my dearest @SrBachchan sir. You've made my day. Much regards & charan sparsh 🙏🏻😊 pic.twitter.com/G7vSfv9nfU
— Rajkummar Rao (@RajkummarRao) August 28, 2017
আরও পড়ুন, ১০ মাস ধরে কোমায় অভিনেতা-পরিচালক নীরজ ভোরা
এর আগেও অমিতাভ বচ্চন বলিউডের বিভিন্ন অভিনেতাকে তাঁদের কাজের প্রশংসা করে এভাবে হাতে লেখা শুভেচ্ছাবার্তা পাঠিয়েছেন। ‘নীরজা’ ছবিতে সোনমের অভিনয় দেখে এমনই হাতে লেখা চিঠি পাঠিয়েছিলেন বিগ বি। নিজের কাছের বন্ধু ও সহকর্মীদের জন্মদিনের শুভেচ্ছা পাঠাতেও ভোলেন না ৭৪ বছর বয়সী এই অভিনেতা।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy