Advertisement
E-Paper

‘জগ্গা জাসুস’ দেখার পর কী বললেন অমিতাভ?

লাফিয়ে লাফিয়ে বাড়ছে বক্স অফিস কালেকশন। বোঝাই যাচ্ছে লম্বা রেসের ঘোড়া অনুরাগ বসুর জগ্গা। কিছুদিন আগেই ‘জগ্গা জাসুস’ দেখতে না পাওয়ায় জন্য আক্ষেপ করেছিলেন অমির খান। ফেসবুকে জানিয়েছিলেন, জগ্গা দেখতে না পাওয়ায় তিনি আপসেট হয়ে পড়েছেন।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৭ জুলাই ২০১৭ ১৬:৩৮
ছবি দেখে উচ্ছ্বসিত হয়ে টুইট করেছেন অমিতাভ বচ্চন। ছবি: জগ্গা জসুস-এর ফেসবুক পেজের সৌজন্যে।

ছবি দেখে উচ্ছ্বসিত হয়ে টুইট করেছেন অমিতাভ বচ্চন। ছবি: জগ্গা জসুস-এর ফেসবুক পেজের সৌজন্যে।

মুক্তি পেয়েই জাত চিনিয়েছে ‘জগ্গা জাসুস’। লাফিয়ে লাফিয়ে বাড়ছে বক্স অফিস কালেকশন। বোঝাই যাচ্ছে লম্বা রেসের ঘোড়া অনুরাগ বসুর জগ্গা। কিছুদিন আগেই ‘জগ্গা জাসুস’ দেখতে না পাওয়ায় জন্য আক্ষেপ করেছিলেন অমির খান। ফেসবুকে জানিয়েছিলেন, জগ্গা দেখতে না পাওয়ায় তিনি আপসেট হয়ে পড়েছেন। এ বার সেই ছবি দেখে টুইটারে উচ্ছ্বসিত প্রশংসা করলেন বিগ-বি।

বহু প্রতীক্ষার পর মুক্তি পাওয়া ‘জগ্গা জাসুস’-এ সকলের অভিনয়ই বহুল প্রশংসিত হয়েছে। এ বার প্রশংসায় পঞ্চমুখ হয়ে অমিতাভ টুইট করেন, ‘‘এইমাত্র ‘জগ্গা জসুস’ দেখলাম। বলতে বাধ্য হচ্ছি, সৃজনশীলতা আর আনন্দে ভরপুর এই ছবিটি খুব সুন্দর ভাবে তৈরি করেছে অনুরাগ। দেখে সত্যিই আনন্দ পেলাম।’’

' ' ;

আরও পড়ুন: ‘জগ্গা জসুস’ দেখলেন না আমির, কেন?

শুধু অমিতাভই নন, ‘জগ্গা জসুস’ নিয়ে টুইট করেছেন পরিচালক কর্ণ জোহরও। লিখেছেন, ‘‘শুনেছিলাম জগ্গা জাসুসে একটা অসাধারণ গল্পকে একেবারে অন্য রকম ভাবে বলা হয়েছে। দেখলাম, সত্যিই তাই। অনুরাগ একটা অসাধারণ সুরেলা সফর উপহার দিয়েছেন আমাদের।”

Movie Reviews Jagga Jasoos Amitabh Bachchan Hindi Movie 2017 Movies Katrina Kaif Ranbir Kapoor অমিতাভ বচ্চন রণবীর কপূর ক্যাটরিনা কইফ জগ্গা জাসুস
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy