Advertisement
E-Paper

ভিক্টোরিয়ায় বচ্চন-সৌরভ

সঙ্গে ডোনা গঙ্গোপাধ্যায়। খবর দিচ্ছেন স্রবন্তী বন্দ্যোপাধ্যায়পনেরো বছর অপেক্ষার পর কথা রাখলেন অমিতাভ বচ্চন। মধ্য কলকাতায় স্কুটার চালানো, পার্ক স্ট্রিটের রাতের কাঠি রোল, বা মাঝরাতের কলকাতার অলিগলি পেরিয়ে এ বার অমিতাভ বচ্চন ভিক্টোরিয়া মেমোরিয়ালে শীতের সন্ধ্যায় হাজির হবেন। ডোনা গঙ্গোপাধ্যায়ের স্কুল ‘দীক্ষামঞ্জরী’র ক্রিস্টাল সেলিব্রেশনে ১২ জানুয়ারি ধ্রুপদী নাচের অনুষ্ঠানে ভারতীয় সংস্কৃতিকে প্রোমোট করার জন্য উপস্থিত থাকবেন অমিতাভ বচ্চন।

শেষ আপডেট: ০৬ জানুয়ারি ২০১৬ ০০:০৩
ছবি: সুব্রত কুমার মণ্ডল

ছবি: সুব্রত কুমার মণ্ডল

পনেরো বছর অপেক্ষার পর কথা রাখলেন অমিতাভ বচ্চন।

মধ্য কলকাতায় স্কুটার চালানো, পার্ক স্ট্রিটের রাতের কাঠি রোল, বা মাঝরাতের কলকাতার অলিগলি পেরিয়ে এ বার অমিতাভ বচ্চন ভিক্টোরিয়া মেমোরিয়ালে শীতের সন্ধ্যায় হাজির হবেন।

ডোনা গঙ্গোপাধ্যায়ের স্কুল ‘দীক্ষামঞ্জরী’র ক্রিস্টাল সেলিব্রেশনে ১২ জানুয়ারি ধ্রুপদী নাচের অনুষ্ঠানে ভারতীয় সংস্কৃতিকে প্রোমোট করার জন্য উপস্থিত থাকবেন অমিতাভ বচ্চন। ‘‘অমিতাভ বচ্চনের মতো ব্যক্তিত্বকে সঙ্গে পেয়ে বাঙালি হিসেবে আমার খুবই গর্ব হচ্ছে। ওঁর উপস্থিতি দীক্ষামঞ্জরীর এই সেলিব্রেশনকে রঙিন করে তুলবে। ওঁকে অসংখ্য ধন্যবাদ,’’ উচ্ছ্বসিত সৌরভ গঙ্গোপাধ্যায়।

কুয়াশাভরা ভোরে ভিক্টোরিয়া মেমোরিয়ালের চাতালে রিহার্সাল করছিলেন ডোনা গঙ্গোপাধ্যায়। হাতে খুব বেশি সময় আর নেই। ক্রমাগত বেজে যাচ্ছে ডোনার মোবাইল ফোন। সেটা ধরার সময়ও পাচ্ছেন না ব্যস্ত এই নৃত্যশিল্পী। ছাত্রীদের নাচের মুদ্রা ঠিক করতে করতে বললেন, ‘‘আমার অনেক দিনের ইচ্ছে ছিল স্কুলের অনুষ্ঠানে অমিতাভ বচ্চনকে অতিথি হিসেবে আমন্ত্রণ জানানোর। আমিও ওঁকে কোনও জোর দিতে চাইনি। সৌরভকে তো দেখেছি কী রকম ব্যস্ত থাকে। আমি জানি, ইচ্ছে হলেও এই ধরনের কালচারাল শো-তে অমিতাভ বচ্চনের মতো সেলিব্রিটির আসা খুব শক্ত,’’ ওড়িশির নানা আঙ্গিকে এ বার ভিক্টোরিয়া মেমোরিয়ালের চাতালে বড় দরওয়াজার সামনের খোলা প্রান্তরে শোনা যাবে তিনশো ঘুঙুরের আওয়াজ। অমিতাভ বচ্চনকে শ্রদ্ধা জানিয়ে দীক্ষামঞ্জরীর ছাত্র-ছাত্রীরা নাচবেন অমিতাভর সেই দরাজ কণ্ঠের গান - ‘যদি তোর ডাক শুনে কেউ না আসে’র সঙ্গে।

তাজমহলের ‘তাজ মহোৎসব’, কোনার্ক ফেস্টিভ্যাল, খাজুরাহো ফেস্টিভ্যালের মতোই কলকাতায় ভিক্টোরিয়া মেমোরিয়ালের সিঁড়ির ধাপে ধাপে নেচে উঠবে গুরু কেলুচরণ মহাপাত্রের ওড়িশি ফর্ম। অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্বে থাকছেন রায়া ভট্টাচার্য। ভিক্টোরিয়ার মতো হেরিটেজ স্পট পেয়ে এ বার আলাদা করে মঞ্চ নিয়ে ভাবেননি ডোনা গঙ্গোপাধ্যায়। ভিক্টোরিয়ার শ্বেতশুভ্র স্থাপত্যই হয়ে উঠবে মঞ্চ, জানালেন ডোনা।

একই মঞ্চে অমিতাভ বচ্চন, সৌরভ গঙ্গোপাধ্যায়— ভিড় সামলাতে পারবেন তো? ‘‘পনেরো বছর আগে স্কুলের শো-তে লতা মঙ্গেশকরকে এনেছিলাম আমরা। ভিড় সামলানোর অভ্যেসটা হয়ে গিয়েছে। ওটা নিয়ে ভাবছি না,’’ হাসলেন ডোনা।

স্কুলের ভাইস প্রেসিডেন্ট হিসেবে মঞ্চেই থাকবেন সৌরভ গঙ্গোপাধ্যায়। মাঠের বাইরে দাদাকেও পাওয়া যাবে এ বার অন্য মেজাজে। আর অমিতজি ঠিক কী করবেন? ‘‘ভারতীয় সংস্কৃতি, নৃত্য অনেকটাই আজকের যুগের কলরবে চাপা পড়ে যাচ্ছে। আশা করছি অমিতজির উপস্থিতি, ওঁর সাপোর্ট এই সংস্কৃতিকে অন্য মর্যাদা দেবে। আইএসএল-য়ে ওঁর সঙ্গে দেখা হয়েছিল। উনি নিজেও একজন অসম্ভব ভাল ডান্সার। তৈরি করেছেন বচ্চন স্টাইল। দেখেছি হঠাৎই ম়়ঞ্চে উঠে ব্যারিটোন ভয়েসে কবিতা বলে ফেলেন, গান গেয়ে ওঠেন... তবে সেদিন উনি ঠিক কী করবেন, আমি এখনও জানি না।’’ মুচকি হেসে আবার ফিরে গেলেন রিহার্সালে।

বছরের শুরুতে সৌরভের সঙ্গে অমিতাভের বাইশ গজের দূরত্বটা মিটে যাবে এ ভাবেই। অনুষ্ঠানে অমিতাভ ঠিক কী কী করবেন, সেটা না হয় সারপ্রাইজই থাক!

আনাচে কানাচে

দেবের ‘টলি টেলস’: নিজের রেস্তোরাঁয় বাবা ও বোনের সঙ্গে। ছবি: সুব্রত কুমার মণ্ডল

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy