Advertisement
E-Paper

‘ছেলেকে হিন্দিতে কথা বলতে বলুন!’ ধেয়ে আসা কটাক্ষের পাল্টা জবাব দিলেন অমিতাভ

ছেলের বিবাহবিচ্ছেদ নিয়ে গুঞ্জন অব্যাহত। তার মাঝেই অভিষেকের বিরুদ্ধে কটাক্ষ। মুখ খুললেন অমিতাভ।

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৫ ডিসেম্বর ২০২৪ ১২:৫৫
Amitabh Bachchan trolls x user after he asks Abhishek Bachchan to speak in Hindi

অমিতাভ বচ্চন এবং অভিষেক বচ্চন। ছবি: সংগৃহীত।

সময়ের সঙ্গে ট্রোলিংয়ের সঙ্গে মানিয়ে নিয়েছেন তারকারা। কিন্তু কখনও কখনও কটাক্ষের জবাব দিতেও তাঁরা পিছপা হন না। এ বার যেমন ধৈর্যের বাঁধ ভাঙল অমিতাভের। পুত্র অভিষেক বচ্চনকে নিশানা করেছিলেন এক নেটাগরিক। তাঁকে পাল্টা জবাব দিলেন অমিতাভ।

সমাজমাধ্যমে অমিতাভকে ট্যাগ করে সম্প্রতি এক জন ব্যক্তি নেতিবাচক মন্তব্য করেন। তিনি এক্সে (সাবেক টুইটার) লেখেন, ‘‘স্যার, জুনিয়র বচ্চনকে হিন্দিতে কথা বলতে বলুন। আমাদের সমাজে সকলে ইংরিজি ভাল বোঝেন না।’’ ছেলের প্রতি এই আক্রমণকে ভাল চোখে দেখেননি অমিতাভ। বিগ বি ওই ব্যক্তিকে পাল্টা উত্তর দেন। উল্লেখ্য, ওই ব্যক্তি তাঁর বক্তব্যটি ইংরিজি হরফে লিখেছিলেন। অমিতাভ তা লক্ষ্য করে লেখেন, ‘‘বাহ! কী অসাধারণ দৃষ্টিভঙ্গি আপনার। অদ্ভুত! হিন্দিতে কথা বলতে বলছেন। এ দিকে নিজে ইংরিজি হরফ ব্যবহার করে লিখেছেন!’’ লক্ষ্যণীয়, অমিতাভ তাঁর উত্তরটি নাগরী হরফ ব্যবহার করে লিখেছেন।

অমিতাভের এই বুদ্ধিদীপ্ত উত্তর নেটাগরিকদের দৃষ্টি আকর্ষণ করেছে। অনুরাগীদের একাংশ বিগ বি-র প্রশংসা করেছেন। এক অনুরাগীদের মতে, হাতের মুঠোয় ইন্টারনেট থাকলে মানুষ এখন সমাজমাধ্যমে যা ইচ্ছে লিখতে পারে। অন্য একজন অমিতাভের উদ্দেশে লেখেন, ‘‘স্যার, আপনি একদম ঠিক উত্তর দিয়েছেন।’’

সম্প্রতি ‘আই ওয়ান্ট টু টক’ ছবিতে অভিষেকের অভিনয় দর্শকের প্রশংসা কুড়িয়েছে। অমিতাভও ছেলের অভিনয়ের প্রশংসা করে সমাজমাধ্যমে পোস্ট করেছিলেন। পাশাপাশি স্ত্রী ঐশ্বর্যা রাই বচ্চনের সঙ্গেও অভিষেকের বর্তমান সমীকরণ চর্চায় রয়েছে।

Amitabh Bachchan Abhishek Bachchan Bollywood Actors Bollywood News Trolling Social Media
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy