অভিনয়ের সফর শুরু করার পর থেকেই আতশকাচের নীচে থেকেছেন অভিষেক বচ্চন। বাবার মতো অভিনেতা হয়ে উঠতে পারলেন কি না, এই তুলনা তাঁকে প্রথম থেকেই তাড়া করে বেড়িয়েছে। বাবার মতো অভিনয় দক্ষতা নেই, এমন কটাক্ষে বার বার বিদ্ধ হয়েছেন তিনি। তবে থেমে থাকেননি। এ বার অমিতাভ বচ্চন নিজেই ছেলের হয়ে মুখ খুললেন।
রবিবার নিজের ব্লগে পুত্রের ভূয়সী প্রশংসা করলেন অমিতাভ বচ্চন। নিজের কাজের প্রতি নিবেদিতপ্রাণ অভিষেক। যে চরিত্রে অভিনয় করতে বেগ পেতে হয়, সেগুলিই বেছে নেন তিনি। এমনই দাবি বিগ বি-র।
পুত্রের সঙ্গে একটি ছবিও ভাগ করে নেন অমিতাভ। হরিবংশ রাই বচ্চনের একটি পঙ্ক্তি তুলে লেখেন, “আমার পুত্র হলেই আমার উত্তরাধিকার হওয়া যাবে না। যে আমার উত্তরাধিকার হয়ে উঠতে পারবে, সে-ই আমার পুত্র হবে।” এর পরে অভিষেক প্রসঙ্গে অমিতাভ লিখেছেন, “ও যে চরিত্রগুলি বেছে নেয়, সেগুলিতে অভিনয় করতে আত্মনিবেদনের প্রয়োজন। চরিত্রগুলিকে প্রাণ দেয়। যে ধরনের চরিত্র বা ছবি বেছে নেয়, তাতেই বোঝা যায় অভিষেক নতুন কিছু করতে পছন্দ করে।”
আরও পড়ুন:
অমিতাভের কথায়, “সাফল্য তাঁদের কাছেই আসে যাঁদের সাহস রয়েছে। শুধু মঞ্চে বা পর্দায় অভিনয় নয়, জীবনে সাহস দেখাতে পারলেই সাফল্য আসে। যে চরিত্রে অভিনয় করতে বেগ পেতে হয়, সেগুলিতেই ও অভিনয় করে। তেমন অভিনয় করে পরিচিতি পাওয়ার সাহস রয়েছে ওর, এটাই আমার উত্তরাধিকার, এটাই আমার পুত্রের প্রতি আমার ভালবাসা।”