Advertisement
০২ নভেম্বর ২০২৪
Vicky-Katrina

অভিনেত্রী দু’জনেই প্রিয়, সিনেমা দেখার সঙ্গী হিসেবে ক্যাটরিনা না কি দীপিকা, কাকে পছন্দ ভিকির?

সুযোগ পেলে ক্যাটরিনা না কি দীপিকা, কার সঙ্গে সিনেমা দেখতে যেতে চাইবেন অভিনেতা। উত্তরে কী বললেন ভিকি?

(বাঁ দিক থেকে) ক্য়াটরিনা কইফ, ভিকি কৌশল, দীপিকা পাড়ুকোন।

(বাঁ দিক থেকে) ক্য়াটরিনা কইফ, ভিকি কৌশল, দীপিকা পাড়ুকোন। ছবি: সংগৃহীত।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ১৫ অক্টোবর ২০২৪ ২০:০৫
Share: Save:

দেখতে দেখতে তাঁরা বিয়ের দু’বছর পার করে ফেলেছেন। বেশ কয়েক বছর ধরে আড়ালে-আবডালে প্রেম করার পর ২০২১ সালে অবশেষে গাঁটছড়া বাঁধেন ভিকি কৌশল-ক্যাটরিনা কইফ। বিয়ের পরে অবশ্য দুই তারকার সমাজমাধ্যমের পাতায় চোখ রাখলেই স্পষ্ট হয়ে যায় তাঁদের সম্পর্কের রসায়ন। মধ্যবিত্ত পঞ্জাবি পরিবারে ছেলে ভিকি। অন্য দিকে, ক্যাটরিনা বিদেশিনি। তবে তাঁদের দু’জনের মধ্যে বোঝাপড়া দারুণ। স্ত্রী হিসেবে ক্যাটরিনা যতটা ভাল, অভিনেত্রী হিসেবেও ততটাই পছন্দ ভিকির। তবে আরও এক অভিনেত্রী রয়েছেন, যাঁকে বেশ পছন্দ ভিকির। তিনি দীপিকা পাড়ুকোন। সুযোগ পেলে ক্যাটরিনা না দীপিকা, কার সঙ্গে সিনেমা দেখতে যেতে চাইবেন অভিনেতা? উত্তরে কী বললেন ভিকি?

ক্যাটরিনা ও দীপিকার একটা বিষয়ে মিল রয়েছে। তাঁদের দু’জনেরই প্রাক্তন হলেন রণবীর কপূর। শোনা যায়, দীপিকার সঙ্গে সম্পর্কে থাকাকালীনই নাকি ক্যাটরিনার সঙ্গে সম্পর্কে জড়ান অভিনেতা। এক সময় দুই অভিনেত্রী একে অপরকে এড়িয়ে চলতেন। এখন অবশ্য দু’জনেই সংসারী। তবে যখন ক্যাটরিনার সঙ্গে ভিকির প্রেমের গুঞ্জন ছড়ায়, সেই সময় এক সাক্ষাৎকারে অভিনেতাকে জিজ্ঞাসা করা হয়, কার সঙ্গে সিনেমা দেখতে যেতে চাইবেন? উত্তরে ভিকি বুদ্ধিমত্তার সঙ্গে জবাব দেন। তিনি জানান, দু’জনেই তাঁদের কর্মজীবনে ভীষণ ব্যস্ত। যিনি একটু কম ব্যস্ত থাকবেন, তাঁর সঙ্গেই যাবেন তিনি।

অন্য বিষয়গুলি:

Deepika Padukone Vicky Kaushal Katrina Kaif
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE