ফারহা খানের প্রথম পরিচালিত ছবি ‘ম্যাঁয় হুঁ না’। যে ছবিতে শাহরুখ খানের সঙ্গে পর্দাভাগ করেছিলেন অমৃতা রাও। সম্প্রতি এক সাক্ষাৎকারে অমৃতা জানান, সিনেমার সেটে প্রচণ্ড উৎসাহ দিতেন শাহরুখ। কিং খানের থেকেই এমন এক উপদেশ পেয়েছিলেন নায়িকা, যা তাঁর জীবন বদলে দেয়।
ফারহার সিনেমার শুটিংয়ের মাঝে কিছু দিনের বিরতি ছিল। সেই সময় অন্য একটি ছবির শুট করছিলেন শাহরুখ। তখনই নাকি অমৃতা ও তাঁর মাকে ডেকেছিলেন নায়ক। মায়ের সামনেই মেয়ে অমৃতাকে প্রশংসায় ভরান অভিনেতা। অমৃতা সম্পর্কে বলেন শাহরুখ বলেন, তাঁর মধ্যে তারকা হয়ে ওঠার ক্ষমতা রয়েছে ।
আরও পড়ুন:
শাহরুখের সে দিনের উপদেশ এখনও অক্ষরে অক্ষরে মনে রেখেছেন অমৃতা। নায়িকা বলেন, “শাহরুখ বলেছিলেন, ২০০টা ছবির প্রস্তাব আসবে, কিন্তু তার থেকে বেছে দু’টো করতে হবে। তার মধ্যে সেই একটা ছবি থাকবে যা দেখার জন্য দর্শক বসে থাকবে। আমি এখনও ছবি সই করার সময় সেটাই মাথায় রাখি। সেই কারণেই আমি এত বেছে কাজ করি।” ২০ বছর আগে দেওয়া সেই পরামর্শ এখনও মেনে চলেন অমৃতা। কাজের ক্ষেত্রে অভিনেত্রীকে সম্প্রতি অক্ষয় কুমারের সঙ্গে ‘জলি এলএলবি ৩’-এ দেখা গিয়েছে।