সপ্তাহের পর সপ্তাহ পেরিয়ে যাচ্ছে। সলমন খান এবং তাঁর পরিবারের প্রতি ক্ষোভ যেন কিছুতেই কমছে না পরিচালক অভিনব কাশ্যপের! কখনও খ্যাতনামী চিত্রনাট্যকার সেলিম খানকে কটূ বাক্যে বিঁধছেন। পরক্ষণেই সলমনকে আক্রমণ! ‘খানদান’-এর বিরুদ্ধে ফের কী বললেন ‘দবং’ পরিচালক?
অভিনবের মতে, সেলিম খানকে বলিউডের অন্যতম সেরা চিত্রনাট্যকারের তকমা মোটেই দেওয়া যায় না। বরং তাঁর দাবি, সেলিম খান মনে রাখার মতো এমন কিচ্ছু করেননি! আদতে তিনি অত্যন্ত নোংরা, প্রভাব খাটিয়ে বলিউডে ঘাঁটি গেড়ে বসেছেন। তার পরেই তিনি তোপ দেগেছেন সলমনের প্রতি। পরিচালকের দাবি, “এই ‘নোংরা বাবা’র ‘নোংরা ছেলে’ সলমন। ফুটপাতে বড় হয়েছেন। তাই তো এই ধরনের রুচি!” বাবার মতো সলমনও প্রভাব খাটিয়ে অস্তিত্ব টিকিয়ে রেখেছেন, মত তাঁর।
এখানেই শেষ নয়। অভিনব এটাও মনে করেন, ‘দবং’ অভিনেতাও নাকি ‘সুপারস্টার’ তকমার যোগ্যই নন! এটাও তিনি গায়ের জোরে আদায় করেছেন। পরিচালকের পর্যবেক্ষণ বলছে, সলমনের থেকে বলিউড দুনিয়ায় সদ্য পা রাখা অহান পাণ্ডের অভিনয় অনেক ভাল। দু’দিন পরে অহানই এই বিশেষ তকমা পাবেন। একই সঙ্গে অভিনব এটাও বুঝতে পারছেন, সলমন ইতিমধ্যেই হিংসা করতে শুরু করেছেন অহানকে। তাই নাকি শীঘ্রই ‘সইয়ারা’ অভিনেতার পেশাজীবনও নষ্ট করে দেবেন সলমন।
আরও পড়ুন:
এ বার প্রশ্ন, কেন এত রাগ অভিনবের? বলিউডের অন্দরে কানাঘুষো, ‘দবং’-এর সিক্যুয়েল বানানোর সময় পরিচালকের অনুমতি নেয়নি ‘খানদান’। সেই রাগ তো ছিলই। অভিযোগ, সম্প্রতি প্রথম সারির একটি চ্যানেলের সিরিজ় পরিচালনার কাজ থেকেও সরিয়ে দেওয়া হয়েছে পরিচালককে। অনুভবের দাবি, ওই চ্যানেলের অন্যতম কর্ণধারের ঘনিষ্ঠ বন্ধু সলমন। তাই তিনি ‘কপিল শর্মা’ শো-এর প্রযোজক। বদলে বাদ পড়েছেন অনুভব।
সম্ভবত, সেই রাগেই গত দু’সপ্তাহ ধরে নাগাড়ে এ ভাবে সলমন এবং তাঁর পরিবারকে কুমন্তব্যে ভরিয়ে দিচ্ছেন অভিনব। অভিনেতার অনুরাগীরা সেটা দেখে এমনও সন্দেহ প্রকাশ করেছেন, অভিনব আদতে লরেন্স বিশ্নোইয়ের দলের কেউ নন তো? না হলে, কেন এত ক্ষোভ উগরে দেবেন? যাঁরা সলমনবিদ্বেষী তাঁরা অবশ্য সমর্থন জানিয়েছেন অভিনবকে। জানিয়েছেন, সলমনের ‘ধুতি’ খুলে দিয়েছেন পরিচালক। অর্থাৎ, তাঁর স্বরূপ সামনে এনেছেন।