অপেক্ষার অবসান হয়েছে। প্রস্তুত রণবীর কপূর ও আলিয়া ভট্টের নতুন বাসস্থান। কপূর পরিবারের পুরনো বাড়ি অর্থাৎ কৃষ্ণা রাজ কপূরের বাড়িকেই নতুন করে তৈরি করা হয়েছে। এই বাড়ির যখন পুনর্নির্মাণ হচ্ছিল, তখন প্রায়ই সেখানে যেতেন রণবীর ও আলিয়া। দাঁড়িয়ে থেকে সেই কাজ দেখতেন। ছ’তলা বাড়ি ইতিমধ্যেই তৈরি। এ বার জানা গেল পরিবারের কারা কারা এই বাড়ির কোন অংশ পাবেন।
সম্প্রতি ফারহা খানের ভ্লগে রণবীরের দিদি অর্থাৎ ঋদ্ধিমা কপূর বাড়ির ভাগাভাগি নিয়ে কথা বলেছেন। ঋদ্ধিমার দিল্লির বাড়িতে পৌঁছে গিয়েছিলেন ফারহা। সেখানেই রণবীর ও আলিয়ার নতুন বাসস্থান নিয়ে কথাবার্তা হয়। সেই বাড়িতে ঋদ্ধিমার কি কোন প্রাপ্তি আছে? উত্তরে তিনি বলেন, “হ্যাঁ, আমারও সেখানে একটি ঘর রয়েছে। ছ’তলা বাড়ির একটি তল সম্পূর্ণ আমার মায়ের ভাগের। সেই তলাতেই একটি ঘর রাখা হয়েছে আমার এবং ভরতের জন্য।” সেই তলাতেই আরেকটি ঘর রাখা হয়েছে ঋদ্ধিমা-কন্যা সামারার জন্য। নীতু কপূর সকলকে এক ছাদের তলায় রাখতে চান বলেও জানান ঋদ্ধিমা।
আরও পড়ুন:
মায়ের সঙ্গে খুব ঘনিষ্ঠ সম্পর্ক ঋদ্ধিমার। মায়ের সঙ্গ তাঁর পছন্দ। ঋদ্ধিমা বলেন, “মা এখন আমার সব কিছু। মাকে ভালবাসতে খুব ভাল লাগে। আমরা একসঙ্গে বেড়াতেও যাই।”
কিছুদিন আগেই রণবীর ও আলিয়ার নতুন বাড়ির ছবি সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছিল। প্রাসাদপ্রমাণ নতুন বাড়ির ছবি সমাজমাধ্যমে ছড়িয়ে পড়ায় রেগে যান আলিয়া । অভিনেত্রীর দাবি, তাঁর ব্যক্তিগত পরিসরে ছবিশিকারিরা ঢুকে পড়েছেন, যা নিয়ে তিনি বিরক্ত।
আলিয়া-রণবীরের নতুন বাড়ির দাম প্রায় ২৫০ কোটি টাকা। মুম্বইয়ের বান্দ্রার পালি হিল এলাকায় এই বাড়িটি আদতে রাজ কপূর ও কৃষ্ণা রাজ কপূরের বাড়ি। আশির দশকে এটি ঋষি কপূর ও নীতু কপূরকে লিখে দিয়েছিলেন তাঁরা। সেই বাড়িই উত্তরাধিকার সূত্রে এখন রণবীর ও আলিয়ার হাতে।