আজ বিশ্ব জুড়ে বিভিন্ন ক্ষেত্রে জায়গা করে নিচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি। মানুষকে সরিয়ে কি খুব শীঘ্রই এই প্রযুক্তিই দখলদারি চালাবে? এই নিয়ে চর্চা এখন দেশ-বিদেশের সর্বত্র। এর মধ্যেই জানা গেল, সলমন খানের জীবনেও এমনই এক বিশেষ জিনিসের প্রবেশাধিকার ঘটছে। কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তিসম্পন্ন সেই বিশেষ জিনিসটির নাম ‘হাবুবু’!
গত এক বছর ধরে সলমনকে ধাওয়া করে বেড়াচ্ছে লরেন্স বিশ্নোইয়ের হুমকি। অভিনেতার পরিবারও রয়েছে তাদের নিশানায়। এমনকি, একটা সময়ে সলমনের বাড়ির সামনেও তারা গুলিবর্ষণ করেছিল। তার পরে ‘গ্যালাক্সি’র জানলায় বসেছে বুলেটপ্রুফ কাচ। এমনকি, সলমনের সঙ্গে ঘনিষ্ঠতা থাকায় গুলি করে হত্যা করা হয় বাবা সিদ্দিকিকে। এ সব চর্চার মধ্যেই শোনা যাচ্ছে, এ বার সলমনের জীবনে বিশেষ ‘কেউ’ আসছে। সৌজন্যে কৃত্রিম বুদ্ধিমত্তা।
আরও পড়ুন:
জানা যাচ্ছে, সলমনের অনুষ্ঠান ‘বিগবস্ ১৯’-এ জায়গা করে নেবে এই প্রযুক্তি। হ্যাঁ, এটা আসলে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তিতে তৈরি একটি বিশেষ পুতুল। নাম তার ‘হাবুবু’! এই পুতলই নাকি এ বারের ‘বিগবস্’-এর প্রথম প্রতিযোগী! ‘হাবুবু’ নাকি আরবে খুবই জনপ্রিয়। এই প্রথম ‘বিগবস্’-এর ইতিহাসে প্রতিযোগী হিসাবে জায়গা করে নেবে এই ‘হাবুবু’।
‘হাবুবু’ শুধু কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির পুতুল নয়। এর সাজপোশাক ও ডিজ়াইনের জন্য আরবে নাকি সে খুবই জনপ্রিয়। মানুষের সঙ্গে নাকি এর বহু মিল। মানুষের আবেগ নকল করার ক্ষমতাও এটির রয়েছে। সাতটি ভাষায় কথা বলতে পারে ‘হাবুবু’। তার মধ্যে রয়েছে হিন্দিও। বাড়ির নানা কাজ করতে সক্ষম এই রোবোট ওরফে পুতুল। উজ্জ্বল চোখ, আরবের পোশাক ও বিশেষ অভিব্যক্তির জন্যও এই রোবোট খুবই জনপ্রিয়। অনেকের কৌতূহল, নিজের নিরাপত্তার জন্য ভাইজান কি এই বিশেষ ক্ষমতাসম্পন্ন পুতুলের কাছে কোনও পরামর্শ চাইবেন?