বিতর্কিত মন্তব্য করে বিপাকে পড়েছেন রণবীর ইলাহাবাদিয়া। সেই মন্তব্যের ভিডিয়ো সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই ইউটিউবারের দিকে ধেয়ে এসেছে কটাক্ষ। ‘ইন্ডিয়া’জ় গট ল্যাটেন্ট’ নামে সেই অনুষ্ঠানে রণবীর এক প্রতিযোগীকে বলে বসেন, “বাবা-মাকে সঙ্গম করতে দেখবে, না কি নিজেও এক বার যোগ দিয়ে তাঁদের সঙ্গম স্থায়ী ভাবে বন্ধ করতে উদ্যত হবে?” এই মন্তব্য নিয়ে বিতর্কের সূত্রপাত। যদিও সেই অনুষ্ঠানে রণবীরের এই মন্তব্যে হাসির রোল তুলেছিলেন উপস্থিত দর্শক। তবে সমাজমাধ্যমে সেই মন্তব্য ছড়িয়ে পড়তেই বিপত্তি। কিন্তু এই মন্তব্য করার পরে নাকি সেই নির্দিষ্ট প্রতিযোগীকে জড়িয়ে ধরেছিলেন রণবীর। অনুষ্ঠানে উপস্থিত এক দর্শকও এই বিষয়ে মুখ খুলেছেন।
মোহিত নামে এক যুবক সমাজমাধ্যমে দাবি করেছেন, সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তিনি। ‘সঙ্গম’ মন্তব্যের জন্য নাকি সেই প্রতিযোগীর কাছে ক্ষমা চেয়ে নিয়েছিলেন রণবীর। মোহিত লিখেছেন, “আমি সেখানে ছিলাম। আমি জানি, কী ঘটেছিল। দর্শকের মধ্যে ছিলাম আমি। ওই বাচ্চাটা (প্রতিযোগী) এল। তার পরেই রণবীর মন্তব্য করেন। কিন্তু সেই মন্তব্যের পরে অন্তত চার বার প্রতিযোগীর কাছে ক্ষমা চান তিনি। রণবীর বার বার বলেছিলেন, ‘আমি সত্যিই দুঃখিত। তোমার খারাপ লাগেনি তো?’ আমি জানি ‘দুঃখিত’ বললেই সব ঠিক হয়ে যায় না। রণবীর বার বার দেখছিল, ওই প্রতিযোগী স্বাচ্ছন্দ্য বোধ করছে কি না।”
এখানেই শেষ নয়। সেই নির্দিষ্ট পর্বে ওই প্রতিযোগীই জয়ী হয়েছিলেন। তাই রণবীর ওই প্রতিযোগীকে আলিঙ্গনও করেছিলেন। অনুষ্ঠানের শেষে রণবীর তাঁকে ফের বলেছিলেন, “তোমার যোগদান সত্যিই খুব ভাল ছিল। কিন্তু ওই খারাপ রসিকতার জন্য কিছু মনে কোরো না।” এই সব দেখে মোহিতের অনুরোধ, “এই জন্যই আমি বলছি, দয়া করে রণবীর ও সময় রায়নার বিরুদ্ধে আর ঘৃণা ছড়াবেন না। কোনও প্রয়োজন নেই এর।”