Advertisement
E-Paper

মঞ্চ থেকে মুঠোফোনে জোট বাঁধছেন সুমন-পৌলমী-রজতাভ! ‘ওয়ান থিয়েটার’ বিপ্লব আনছে নাট্যদুনিয়ায়?

এত দিন নাটক ছিল মঞ্চে। এ বার সেটা মুঠোফোনে। এতে এই প্রজন্ম নাটকের প্রতি আকৃষ্ট হবে? এই বিপ্লবাত্মক পরিবর্তনকে কী চোখে দেখছেন নাট্যব্যক্তিত্বেরা?

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১৭ অক্টোবর ২০২৫ ১৬:৫৫
সৌমিত্র চট্টোপাধ্যায়, সুমন মুখোপাধ্যায় এক ছাদের নীচে।

সৌমিত্র চট্টোপাধ্যায়, সুমন মুখোপাধ্যায় এক ছাদের নীচে। ছবি: ফেসবুক।

অতিমারির সময়কাল। করোনাকালে ঘরবন্দি সবাই। যাঁরা আক্রান্ত তাঁরা স্বেচ্ছায় নিভৃতবাসে। দর্শকের মনোরঞ্জন করতে গিয়ে সেই প্রথম ওয়েব প্ল্যাটফর্মের তাগিদ অনুভব করেছিল ভারতীয় বিনোদনদুনিয়া। সেই শুরু। যাত্রাপথ ক্রমশ বাড়তে বাড়তে এ বার মঞ্চও ছুঁতে চলেছে! নাট্যপ্রেমীরা শীঘ্রই জনপ্রিয় ৮০টি নাটক দেখতে পাবেন ‘ওয়ান থিয়েটার’ নামক নাটকের অ্যাপে।

কেন নাটক মুঠোবন্দি হচ্ছে? নির্মাণকারী সংস্থার যুক্তি, গেরাসিম লেবেদেফের হাত ধরে যে শিল্পের যাত্রা শুরু, কলকাতা ও জেলায় জেলায় গ্রুপ থিয়েটারের আকারে সেই শিল্প ছড়িয়ে পড়লেও তাকে সংরক্ষণ করা হয়নি। বাংলার নাটক এখনও বিশ্বের দরবারে পরিচিতি পায়নি। সেই জায়গা থেকেই এই অ্যাপের জন্ম।

যেমন, পৌলমী বসুর ‘চন্দনপুরের চোর’, ‘টাইপিস্ট’, ‘আরোহী’, ‘মনে জঙ্গলে’ বা ‘ভানু’, ‘টিনের তলোয়ার’-সহ অনেক পছন্দের নাটক যাঁরা সভাগৃহে বসে দেখতে পাননি, তাঁদের জন্যই এই অ্যাপ, মনে করছেন সৌমিত্র চট্টোপাধ্যায়-কন্যা পৌলমী। তাঁর কথায়, “এই প্রজন্ম বা এখনকার দর্শক ছোট-বড়পর্দা আর সিরিজ়ে মগ্ন। মঞ্চের নাটক তাঁদের দেখা হয় না অনেক সময়েই। এই অ্যাপ হয়তো সেই সব দর্শককে নাটকের প্রতি আগ্রহী করবে।” তাই এই বিশেষ পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন তিনি।

প্রসঙ্গত, এই অ্যাপে পৌলমীর পাশাপাশি দেখা যাবে সুমন মুখোপাধ্যায়, দেবশঙ্কর হালদার, রজতাভ দত্ত, ঋতব্রত মুখোপাধ্যায়-সহ বহু নাট্যব্যক্তিত্বকে। তাঁদের অভিনীত নাটক রেকর্ড করে দেখানো হবে ওয়েব প্ল্যাটফর্মে। ইতিমধ্যেই সৌমিত্র চট্টোপাধ্যায় অভিনীত এবং নির্দেশিত কিছু নাটক রেকর্ড করা আছে। সেগুলো খুব তাড়াতাড়ি অ্যাপে চলে আসবে।

মঞ্চে নাটক দেখার স্বাদ আলাদা। সেই স্বাদ কি মুঠোফোন দিতে পারবে দর্শককে? অ্যাপ চালু হলে যদি মঞ্চে নাটক দেখার ঝোঁক কমে যায়? এমনটা মনে করছেন না পৌলমী। তাঁর কথায়, “আমার মনে হচ্ছে, অ্যাপে দেখার পর হয়তো মঞ্চের স্বাদ নেওয়ার আগ্রহ বাড়বে দর্শকমনে। তাঁরা আগামী দিনে ভিড় জমাবেন সভাগৃহে।”

‘চন্দপুরের চোর’ নাটকে পৌলমী বসু, শঙ্কর চক্রবর্তী এবং ‘টাইপিস্ট’ নাটকে দেবশঙ্কর হালদার।

‘চন্দপুরের চোর’ নাটকে পৌলমী বসু, শঙ্কর চক্রবর্তী এবং ‘টাইপিস্ট’ নাটকে দেবশঙ্কর হালদার। ছবি: সংগৃহীত।

প্রায়ই একই বার্তা আর এক নাট্যব্যক্তিত্ব রজতাভ দত্তের। তাঁর কথায়, “ধরুন নাটক ‘উইঙ্কল টুইঙ্কল’। নাটকের কিছু অংশ ইউটিউবে দেখা যায়। সেটা দেখেই মন হয়, আহা যদি পুরোটা দেখা যেত!” এ ভাবেই কত কালজয়ী নাটক স্রেফ ক্যামেরাবন্দি না করায় কালের গর্ভের হারিয়ে গিয়েছে। এই অ্যাপ সেই জায়গা থেকে নাটককে বাঁচিয়ে রাখবে। “ছোট বা বড়পর্দার মতো টুকরো শট বা ক্লোজ়আপ নয়, লং শটে পুরোটা ক্যামেরাবন্দি করে ডকুমেন্টেশন করা হবে”, বললেন রজতাভ। তাই তিনি আশাবাদী, শুক্রবার থেকে চালু হওয়া নাটকের ওটিটি থিয়েটার দুনিয়ায় নবজোয়ার আনবে।

soumitra chatterjee Poulami Bose Debshankar Halder Suman Mukhopadhyay
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy