Advertisement
২৫ এপ্রিল ২০২৪

বিন্দ্রার বায়োপিকে বাবা-ছেলে

তাঁর প্রথম ছবি ‘মিরজা’ বক্স অফিসে চলেনি। তবে হর্ষবর্ধন কপূরের অভিনয় ভালই লেগেছিল সমালোচকদের। সেরা ডেবিউয়ের পুরস্কারও পেয়েছিলেন। অলিম্পিক চ্যাম্পিয়ন অভিনব বিন্দ্রার বায়োপিকের জন্য তিনিই ছিলেন প্রথম পছন্দ।

শেষ আপডেট: ১৫ মার্চ ২০১৭ ০১:১৯
Share: Save:

তাঁর প্রথম ছবি ‘মিরজা’ বক্স অফিসে চলেনি। তবে হর্ষবর্ধন কপূরের অভিনয় ভালই লেগেছিল সমালোচকদের। সেরা ডেবিউয়ের পুরস্কারও পেয়েছিলেন। অলিম্পিক চ্যাম্পিয়ন অভিনব বিন্দ্রার বায়োপিকের জন্য তিনিই ছিলেন প্রথম পছন্দ। পরিচালক কান্নান আইয়ার অনেক দিন ধরে ব্যস্ত ঠিকঠাক কাস্টিংয়ের জন্য। তবু খোঁজ পাওয়া যাচ্ছিল না অভিনবের বাবা এএস বিন্দ্রার চরিত্রের জন্য অভিনেতার।

বেজিং অলিম্পিকে অভিনবর সোনা জয়ের পিছনে তাঁর বাবার ভূমিকা অনেকটাই। তিনি অভিনবকে সাহায্য করেন আথেন্স অলিম্পিকের দুঃখ মুছে নতুন করে পরের বারের জন্য ঝাঁপাতে। একটা ফার্ম হাউজও তৈরি করে দেন, যাতে অভিনব শহরের কোলাহল থেকে দূরে মনঃসংযোগ করতে পারেন। প্রথমে শোনা গিয়েছিল এএস বিন্দ্রার চরিত্রে অভিনয়ের জন্য প্রযোজক বিশাল ভরদ্বাজ ভেবেছেন ঋষি কপূরের নাম। কিন্তু খবর হল, ঋষি নন, অভিনবর বাবার চরিত্রে অভিনয় করবেন অন্য কপূর, হর্ষবর্ধনেরই বাবা অনিল। বাস্তবের বাবা-ছেলে অভিনয় করবেন পরদার চরিত্রে। ছবির চিত্রনাট্য তৈরি আছে। কিন্তু হর্ষবর্ধন এখন ব্যস্ত ‘ভবেশ যোশী’ ছবির শ্যুটিংয়ে। লন্ডনে শ্যুটিংয়ে ব্যস্ত অনিল কপূরও। দু’জনের জমে থাকা কাজ শেষ হলেই শুরু হবে নতুন ছবির শ্যুটিং।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE