অঙ্কের গোলমাল। মিলল না তাই। মিললে প্রিয়ঙ্কা চোপড়ার সঙ্গে অনস্ক্রিন রোম্যান্স করতেন অনিল কপূর!
সেই সুযোগ হয়নি। তা বলে বছর ঘুরতেই সেই নায়িকারই বাবা হওয়ার প্রস্তাব যদি আসে তা হলে আত্মবিশ্বাসে চিড় ধরবে না?
অনিলের ক্ষেত্রেও ব্যাপারটা হয়েছিল তা-ই। ‘দিল ধড়কনে দো’ ছবিতে প্রিয়ঙ্কা চোপড়ার বাবা হওয়ার প্রস্তাব পেয়ে চিন্তায় পড়ে গিয়েছিলেন বলিউডের এভারগ্রিন নায়ক অনিল। রোম্যান্টিক জুটি থেকে একেবারে বাবা-মেয়ের ভূমিকায় আসতে রীতি মতো হোঁচট খেয়েছিলেন তিনি।