Advertisement
০৯ ডিসেম্বর ২০২৩
Anil Kapoor

অক্ষয় কুমারের ব্যাঙ্ক অ্যাকাউন্টের প্রতি লোভ অনিল কপূরের

অনিল কপূর জানান, চেম্বুরে থাকাকালীন পুরনো জামাকাপড়ের বিনিময়ে বাসনকোসন কিনতেন তিনি।

অক্ষয় কুমার ও অনিল কপূর

অক্ষয় কুমার ও অনিল কপূর

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ০৪ জানুয়ারি ২০২১ ১৬:৫৫
Share: Save:

অক্ষয় কুমারের ব্যাঙ্ক অ্যাকাউন্টের প্রতি লোভ দেখালেন অভিনেতা অনিল কপূর। শুধু তাই নয়, অমিতাভ বচ্চনের জামার আলমারির দিকেও তাঁর নজর অনেক দিন ধরে। জানালেন খোদ ‘মিস্টার ইন্ডিয়া’।

কপিল শর্মার শো-তে একের পর এক তথ্য খোলসা হল। এর আগে জানা গিয়েছিল, অনিল কপূর একাধিক বার কমেডিয়ান কপিল শর্মাকে অভিনয় করার জন্য অনুরোধ করেছিলেন। কিন্তু বার বার তাঁকে ফিরিয়ে দিয়েছিলেন কপিল। এ বার জানা গেল, অনিল কপূরের গোপন ইচ্ছাগুলি।

‘একে ভার্সেস একে’ ছবির প্রচারের জন্য কপিল শর্মার শো-তে হাজির হয়েছিলেন অভিনেতা অনিল কপূর। সেখানে কপিল তাঁকে কয়েকটি কল্পিত পরিস্থিতির ভিত্তিতে প্রশ্ন করেন। অনিল কপূর রসিকতা করে জানান, তিনি অক্ষয় কুমারের ব্যাঙ্ক অ্যাকাউন্ট হ্যাক করতে চান। আর অমিতাভ বচ্চনের জামাকাপড়ের গোটা আলমারিটি চুরি করে নিতে চান। জামাকাপড় প্রসঙ্গে অনিল কপূর জানান, চেম্বুরে থাকাকালীন পুরনো জামাকাপড়ের বিনিময়ে বাসনকোসন কিনতেন তিনি।

সব মিলিয়ে জমে উঠেছিল কপিল শর্মার শো। অনিল কপূরের জীবনের বেশ কিছু মুহূর্তের কথা জানতে পারলেন দর্শক‌েরা।

আরও পড়ুন: ‘বাবুশ’ রহমানের জন্মদিনে তাঁকে আদর পাঠালেন সুস্মিতা

আরও পড়ুন: ফের এনসিবির দফতরে রিয়া ও শৌভিক চক্রবর্তী

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE