ঘটনা পুরো রুদ্রনীল ঘোষের মতোই। অভিনেতার জন্মদিনে প্রযোজক রানা সরকার একটি ভিডিয়ো পোস্ট করেছিলেন ফেসবুকে। সেই ঝলকে রুদ্রনীলকে বলতে শোনা গিয়েছিল, খুব শিগগিরিই বিয়ে করছেন তিনি। এ বার পালা পরিচালক-অভিনেতা অঞ্জন দত্তের। বুধবার, ১৯ জানুয়ারি তাঁর জন্মদিন। প্রযোজক রানা সরকার আবার একটি বিস্ফোরণ ঘটিয়েছেন। এ বার তাঁর পোস্ট করা ঝলকে অঞ্জন জানিয়েছেন, এই মুহূর্তে তাঁকে ছাড়া শ্রী রামকৃষ্ণ দেবের চরিত্রে আর কাউকে মানাবে না!
তা হলে কি এই বিশেষ ভূমিকায় অভিনয় করতে চলেছেন তিনি? কোন ছবিতে যুগাবতারের ভূমিকায় দেখা যাবে তাঁকে? অঞ্জনকে ফোনে পায়নি আনন্দবাজার অনলাইন। তিনি উত্তরবঙ্গের লাভায়। সেখানে জি৫-এর নতুন সিরিজ ‘লাইক দ্য সেভেন সিনস’-এর শ্যুটে ব্যস্ত। সিরিজে মুখ্য চরিত্রে অভিনয় করছেন গৌরব চক্রবর্তী, ঋদ্ধিমা ঘোষ এবং রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। বদলে কথা বলেছেন রানা। তাঁর কথায়, তাঁর আগামী ছবি ‘লহ গৌরাঙ্গের নাম’-এ যুগাবতারের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। সে কথা জানাতেই নাকি অঞ্জন বলেন, তিনিই আপাতত ওই চরিত্রের জন্য মানানসই।