মুম্বইয়ের আন্ধেরি পশ্চিমের সোরেন্টো সোসাইটি বহুতলের তিনটি তলে আগুন লাগে বৃহস্পতিবার। আগুনে ভস্মীভূত ‘বিগ বস্ মরাঠি ১’-খ্যাত পুষ্কর জোগের ফ্ল্যাট। যদিও তিনি প্রাণে বেঁচেছেন। ওই বহুতলের আর এক বাসিন্দা ‘মেরি কম’ ছবির প্রযোজক সন্দীপ সিংহ। যিনি অভিনেত্রী অঙ্কিতা লোখন্ডের কাছের বন্ধু। কী ভাবে আগুন থেকে বন্ধুকে বাঁচালেন অঙ্কিতার স্বামী?
২৫ ডিসেম্বর সকালে ২৩ তলার বহুতলটিতে আচমকা আগুন ধরে যায়। আগুন ছড়িয়ে পড়ে ১২, ১৩ ও ১৪ তলায়। বেশ কয়েক জন বাসিন্দা আটকে পড়েছিলেন। পরে সিঁড়ি ব্যবহার করে ৩০ থেকে ৪০ জনকে নিরাপদে সরিয়ে আনা হয়। প্রাণ বাঁচাতে তাঁরা ১৬ তলার আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিয়েছিলেন। জানা গিয়েছে, ১৪ তলায় সন্দীপের ফ্ল্যাট। অঙ্কিতা লোখন্ডে আর তাঁর স্বামী ভিকি জৈন প্রযোজককে তড়িঘড়ি নিজেদের বাড়িতে নিয়ে যান। ওই প্রবল অগ্নিকাণ্ডের মধ্যে থেকে সন্দীপকে কী ভাবে বার করে আনলেন অঙ্কিতা ও ভিকি জৈন?
আলোচনা শুরু হতেই অভিনেত্রীর স্বামী ভিকি বলেন, ‘‘আসলে সন্দীপের ২২ তারিখে হার্নিয়া অস্ত্রোপচার হয়। এ দিকে ওই ফ্ল্যাটের ১২ তলায় রয়েছে আমাদের প্রযোজনা সংস্থার অফিস। শুধু তা-ই নয়, সন্দীপের চলাফেরার কষ্ট হচ্ছিল বলে ওই বহুতলের ৯ তলায় আমাদের প্রযোজনা সংস্থার এক কর্মীর বাড়িতে তাঁকে রাখা হয়।’’ ভিকি জানান, আসলে সবটাই ঈশ্বরের কৃপা। যদি ১৪ তলায় সন্দীপ থাকতেন, তা হলে হয়তো কোনও অঘটন ঘটতে পারত। বরাতজোরে সন্দীপ ৯ তলায় থাকায়, আগুন লাগার খবর পেতেই তিনি আর অঙ্কিতা সেখানে গিয়ে প্রযোজককে উদ্ধার করে নিজেদের বাড়িতে এনে রাখেন।