২০২১ সালে মধ্যপ্রদেশের ব্যবসায়ীকে বিয়ে করেন অঙ্কিতা লোখান্ডে। তার পর থেকে নিয়মিত টেলিভিশনের পর্দায় দেখা যায় অঙ্কিতার স্বামী ভিকি জৈনকেও। গত বছর ‘বিগ বস্’-এ যোগ দেন অঙ্কিতা ও তাঁর স্বামী। ফলে নিজের একটা আলাদা পরিচিতি তৈরি করতে সক্ষম হয়েছেন তিনিও। তবে, অঙ্কিতার বিয়ের পর থেকে, এমনকি ‘বিগ বস্’-এর ঘর থাকাকালীনও বার বার শোনা গিয়েছে তাঁর অন্তঃসত্ত্বা হওয়ার খবর। এ বার সত্যি সত্যিই মা হতে চলেছেন অঙ্কিতা! নিজের মুখে স্বীকার করলেন সে কথা!
এই মুহূর্তে টিভির পর্দায় একটি রিয়্যালিটি শো-এ দেখা যাচ্ছে অঙ্কিতাকে। সেখানে অভিনেত্রী ছাড়াও রয়েছেন ক্রুষ্ণা অভিষেকের মতো তারকাও। শোয়ের মাঝে অঙ্কিতাকে নিয়ে রসকিতা করতে করতে ছুটে পালাতে যান তিনি। তখনই অঙ্কিতা বলেন, ‘‘আমি দৌড়তে পারব না, আমি অন্তঃসত্ত্বা।’’
এ কথা শুনে সকলেই খানিক চমকে যান। অভিনেত্রীর কাছে সত্যটা জানতে চাওয়া হলে তিনি অবশ্য দ্বিতীয় বার মুখ খোলেননি। শুধু মিটিমিটি হেসেছেন। এর আগে ‘বিগ বস্’ এর ঘরেও অঙ্কিতা জানিয়েছিলেন, হয়তো তিনি সন্তানসম্ভবা। পরে সে দাবি নিজেই নস্যাৎ করেন। যদিও বারবারই মা হতে চেয়েছেন অভিনেত্রী। এ বার কি সত্যি সুখবর দিলেন তিনি! নাকি পরে নিজের বলা কথাকে রসিকতা বলে বসবেন?