Advertisement
০৩ ডিসেম্বর ২০২৩
Ankush New Announcement

প্রযোজক অঙ্কুশের বড় চমক! তাঁর আগামী ছবির পরিচালক সায়ন্তন ঘোষাল?

একের পর এক ছবির ঘোষণা। বুধবার বিকালে নতুন চমক নিয়ে আসতে চলেছেন অঙ্কুশ। ঘোষণার আগেই খোঁজ মিলল নতুন ছবির।

সায়ন্তন ঘোষালের পরিচালনায় আসছে প্রযোজক অঙ্কুশের পরবর্তী ছবি।

সায়ন্তন ঘোষালের পরিচালনায় আসছে প্রযোজক অঙ্কুশের পরবর্তী ছবি।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১৯ অক্টোবর ২০২২ ১৫:৪৬
Share: Save:

বড় ঘোষণা! বড় চমক! বুধবার সকাল সকাল বড় এক পোস্ট অভিনেতা অঙ্কুশের। আবার কী খবর? নায়কের পোস্ট আসা মাত্রই কৌতূহলের শেষ নেই। অনেকে আবার ভেবে বসেছেন তবে নিশ্চয়ই ঘোষণা হতে চলেছে ‘মির্জা’র নায়িকার নাম। সত্যিই কি অঙ্কুশের নতুন নায়িকার ঘোষণা? খোঁজ নিল আনন্দবাজার অনলাইন।

‘মির্জা’র নায়িকা নয়। আসছে আরও এক নতুন চমক। সূত্র বলছে ‘নেক্সজেন ভেঞ্চারস’-এর প্রযোজনায় এবং ‘অঙ্কুশ হাজরা মোশন পিকচার্স’-এর নিবেদিত নতুন ছবি ‘বেঙ্গল পুলিশ’। পরিচালনায় সায়ন্তন ঘোষাল। বুধবার বিকাল ৫টায় সায়ন্তনের এই নতুন ছবির ঘোষণাই করতে চলেছেন অঙ্কুশ। নায়কও কি অঙ্কুশই? না, তা যদিও এখনও পর্যন্ত ঠিক হয়নি। আপাতত শুধু ছবির নামই ঘোষণা করতে চলেছে প্রযোজনা সংস্থা।

অঙ্কুশের ঝুলিতে এখন একগুচ্ছ ছবি। আগামী ছবিতে প্রিয়াঙ্কা সরকারের সঙ্গে জুটি বেঁধেছেন অভিনেতা। এ ছাড়াও নভেম্বরে শুরু হওয়ার কথা ‘বিবাহ অভিযান ২’-এর শুটিং। মির্জার নায়িকার নাম এখনও ঘোষণা হয়নি। আর এই নতুন ছবিতে কাকে দেখা যাবে, তা ক্রমশ প্রকাশ্য।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE