Advertisement
E-Paper

অঙ্কুশ যাচ্ছেন তালসারিতে, সঙ্গে দর্শনা!

অঙ্কুশ এবং দর্শনা দুজনেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন ছবির পোস্টার।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৪ নভেম্বর ২০২০ ১৬:৫০
থ্রিলারধর্মী ছবি ‘মৃগয়া’-তে এক সঙ্গে কাজ করছেন দর্শনা এবং অঙ্কুশ।

থ্রিলারধর্মী ছবি ‘মৃগয়া’-তে এক সঙ্গে কাজ করছেন দর্শনা এবং অঙ্কুশ।

১৯ নভেম্বর মৃগয়ায় যাচ্ছেন অঙ্কুশ। তাঁর এই নতুন অভিযানে কিন্তু ঐন্দ্রিলা নেই। আছেন দর্শনা বণিক। ওড়িশার তালসারিতে জমে উঠবে দুজনের প্রেম! আনন্দবাজার ডিজিটালের কাছে এই রহস্য ফাঁস করলেন অঙ্কুশ নিজেই। তিনি বললেন, “থ্রিলারধর্মী ছবি ‘মৃগয়া’ যেখানে দর্শনা আমার নায়িকা। কয়েকজন ছেলেমেয়ে এই ছবিতে বেড়াতে গিয়ে হারিয়ে যায়। তাঁদের খোঁজার দায়িত্ব পড়ে আমার উপর। আমি এই ছবিতে আমি রয়েছি একজন টাস্ক ফোর্স অফিসারের চরিত্রে।”

১৯ নভেম্বর থেকে ছবির শ্যুট শুরু হবে। এই হারিয়ে যাওয়া মানুষের খোঁজার গল্পে রয়েছে ভাবনার চমক। ছবি এই ক্ষেত্রে দু’পর্যায়ে বিভক্ত। অঙ্কুশ বললেন, “ছবির গল্প লেখার সময় ছবিকে দুটো অধ্যায়ে ভাগ করে নেওয়া হয়েছে। ছবির প্রথম অংশ রিলিজের বেশ কিছু দিন পরে আবার দ্বিতীয় ভাগ রিলিজ করা হবে।” দর্শকদের আগ্রহ বাড়িয়ে তোলার জন্যই এই ফরম্যাটের কথা ভেবেছেন পরিচালক শৌভিক ভট্টাচার্য।

My next .. #Mrigaya PART-1 get ready for a thrilling experience in 2021.. need ur best wishes .. 😊 @darshanabanik @souvikb2009

A post shared by Ankush (@ankush.official) on

A post shared by Ankush (@ankush.official) on

অঙ্কুশ এবং দর্শনা দুজনেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন ছবির পোস্টার।

১০বছর ইন্ডাস্ট্রিতে কাজ করে এ বছর ‘এফআইআর’ আর ‘মৃগয়া পার্ট ১’ ছবিতে অঙ্কুশ পুলিশ অফিসারের চরিত্রে। ২০২১-এ ভক্তদের সামনে ভিন্ন মেজাজে উপস্থিত হবেন তিনি।

Ankush Hazra Darshana Banik Tollywood Celeb
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy