উৎসবের মেজাজ এখনও ফিকে হয়নি। রবিবার ছিল কালীপুজো। আলোর রোশনাইয়ে মেতে উঠেছিলেন সাধারণ থেকে সেলেব। বাদ পড়েননি টলি টাউনের রোম্যান্টিক জুটি অঙ্কুশ এবং ঐন্দ্রিলাও। আনন্দে মাতোয়ারা হয়েছিলেন তাঁরাও। অন্তরঙ্গতায় বাধা পড়লেন দু’জনে। ইনস্টাগ্রামে শেয়ারও করলেন সেই ছবি।
দীপাবলির সন্ধে। অঙ্কুশের পরনে লাল রঙের কুর্তা। ভালবাসার মানুষের সঙ্গে তাল মিলিয়ে ঐন্দ্রিলাও পরেছেন লাল লেহেঙ্গা। কানে ঝোলা দুল। পরম আদরে ঐন্দ্রিলার গালে অঙ্কুশের চুম্বন আপনাকেও প্রেমে পড়তে বাধ্য করবে। কোনওদিকে যেন হুঁশ নেই ওঁদের। নিজেদের মধ্যেই মেতে রয়েছেন তাঁরা। ভ্যালেনটাইন্স ডে’র এখনও ঢের দেরি। কিন্তু ওঁদের দেখে আপনার মনে হতেই পারে ‘লাভ ইজ ইন দ্য এয়ার’।
কিছু দিন আগেই দুবাই থেকে বেড়িয়ে এলেন ওই তারকা জুটি। ফিরেছেন সদ্যই। ফিরেও নিজেদের মধ্যেই যেন বুঁদ হয়ে রয়েছেন ওঁরা দু’জন।