ঝাঁ চকচকে বিদেশের অলিগলি, পর্দায় প্রেমে মজেছেন কৌশানী মুখোপাধ্যায় এবং অঙ্কুশ হাজরা। কয়েক বছর আগেও নায়ক-নায়িকার প্রেমের গানের শুটিং হত বিদেশের বিভিন্ন জায়গায়। এখন বাংলা ছবিতে ‘ব্যাকগ্রাউন্ড মিউজিক’-এর ভিড়। অনেক সময় ছবির দৃশ্যের নেপথ্যে শোনা যায় মানানসই গান। কিন্তু, বাংলা ছবির পুরনো ধারা যে ফিরছে সেই আভাস মিলল ‘রক্তবীজ২’-এর নতুন গানে।
কখনও তাইল্যান্ডের রাস্তায় অঙ্কুশকে মুগ্ধ হয়ে দেখছেন কৌশানী। আবার কখনও ‘গন্ডোলা রাইড’-এ ব্যস্ত দু’জনে। ‘রক্তবীজ ২’-এর গান বেরোতেই তাঁদের নিয়ে আলোচনা। অঙ্কুশের কথায়, তাঁদের জুটিকে সে ভাবে ব্যবহারই করা হয়নি এখনও পর্যন্ত। নন্দিতা রায় এবং শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের পুজোর ছবিতে এক দিকে যেমন রয়েছে অ্যাকশন, রোমাঞ্চ, তেমনই আর এক দিকে রয়েছে প্রেমও। দুর্গাপুজোর আবহে বাংলা ছবিতে প্রেমের গান। পুরনো ধারা অব্যাহত রাখার প্রচেষ্টায় পরিচালক জুটি।
আরও পড়ুন:
পর্দার মুনির আলমের কথায়, “খলনায়ক এমন প্রেমিক মানুষও হতে পারে! এটাই প্রথমে ভেবেছিলাম।” অনেক হিন্দি ছবিতে দুঁদে খলনায়ককে দেখা গিয়েছে আদ্যোপান্ত ‘রোম্যান্টিক’ অবতারে। বাংলা ছবিতে যে, তেমন ভাবে সেই স্বাদ পেয়েছে দর্শক, তা মনে করা কঠিন। নতুন গানের দৃশ্য বলছে, এই ছবিতে সেই আশাও পূর্ণ হবে সিনেপ্রেমীদের।
গানের দৃশ্যে অঙ্কুশ-কৌশানী।
অঙ্কুশ বলেন, “কী রিফ্রেশিং লাগছে না দেখতে! এখন তো টাকা বাঁচানোর জন্য এই ভাবে শুটিংই হয় না। স্টুডিয়োর মধ্যেই সেট তৈরি করে ফেলা হয়। সেখানেই গানের শুটিং হয়, যদি প্রয়োজন পড়ে। আমরা যখন কাজ শুরু করেছিলাম তখন এরকম সুন্দর সুন্দর জায়গায় শুট করতাম। সেই সব গান হিটও হত। ঐন্দ্রিলাও বলছিল আমাদের কী ভাল লাগছে। কৌশানী-অঙ্কুশ জুটি দর্শকের স্বাদ ফেরাবে বলে মনে হচ্ছে।” এই ছবির মাধ্যমে বড়পর্দায় ফিরছে আবীর চট্টোপাধ্যায় এবং মিমি চক্রবর্তীর জুটিও। তা হলে আবীর-মিমি না কি কৌশানী-অঙ্কুশ, দুই জুটির কে কাকে টেক্কা দেবে? সেই উত্তর মিলবে ছবিতে।