কাকা অনু মলিকের বিরুদ্ধে রাগ, বিরক্তি উগরে দিয়েছিলেন ভাইপো অমাল মলিক। গায়ক জানিয়েছিলেন কাকার জন্য মানসিক চাপ ও অবসাদের মধ্যে দিয়ে যেতে হয়েছিল অমালের মা-বাবাকে। ভাইপোর অভিযোগের বিরুদ্ধে এ বার মুখ খুললেন সঙ্গীতশিল্পী।
ইন্ডাস্ট্রিতে বহু বছর কাটিয়ে ফেলেছেন তিনি। সুরকারের ঝুলিতে রয়েছে প্রচুর হিট গান। ভাইপোর অভিযোগের বিরুদ্ধে অবশেষে ধৈর্য্যের বাধ ভাঙল তাঁর। অনু বললেন, “একটা মিথ্যা কথা ১ হাজার বার বললেও সত্যি হয়ে যায় না। আমার বাবা সব সময় বলতেন, ‘নেতিবাচকতাকে নিজের মনে কখনও আশ্রয় দেবে না। তা তোমার উপর প্রভাব ফেলবে। তোমার কাজের ক্ষতি করবে।’ প্রতিভা কেউ কারও থেকে কেড়ে নিতে পারে না।”
আরও পড়ুন:
সম্প্রতি এক সাক্ষাৎকারে অমাল জানিয়েছিলেন, কাকা অনুর সঙ্গে তাঁদের কোনও পারিবারিক যোগাযোগ নেই। এ-ও জানিয়েছেন, এত লোক যখন তাঁর কাকার বিরুদ্ধে মুখ খুলেছেন, তা হলে নিশ্চয়ই কিছু তো ঘটেছে। তাঁর সাফ বক্তব্য, “একজনের বিরুদ্ধে এত জন যৌন হেনস্থার অভিযোগ এনেছেন। তা হলে নিশ্চয়ই অনু মালিক যৌন হয়রানির সঙ্গে যুক্ত!”
গায়ক আরও বলেন, “আমি কাকাকে প্রচণ্ড শ্রদ্ধা করতাম। কিন্তু ওঁর কুকীর্তি জানার পরে সে সব ঘুচেছে। এখন আর কথাও বলি না। ওঁর বাড়ির অনুষ্ঠানে আমায় দেখবেন না। কেবল ভাই আরমানের বিয়েতে কাকাদের আমন্ত্রণ জানানো হয়েছিল। ওঁরা এসেছিলেন। এই পর্যন্ত।” অমাল জানিয়েছেন, কাকা মি টু-তে বিদ্ধ হতেই তাঁকে নিয়েও ভয় পেয়েছিলেন তাঁর বাবা। জিজ্ঞাসা করেছিলেন, অমালও কি এ রকম কিছু করেছেন? গায়ক তাঁর বাবাকে তখন আশ্বস্ত করেছিলেন এই বলে, “আমি তোমার শিক্ষায় শিক্ষিত। কোনও গানে সুর দেওয়ার বিনিময়ে গায়িকাদের সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপনের মতো মনোভাব আমার নেই।”