Advertisement
E-Paper

১৮ বছর বাক্যালাপ নেই অজয়ের সঙ্গে, কারণ অজানা অনুভবের, কী বললেন পরিচালক?

গত ১৮ বছর অজয় দেবগন এবং পরিচালক অনুভব সিংহ কথা বলেন না। দু’জনের সম্পর্কের শীতলতা প্রসঙ্গে মুখ খুললেন পরিচালক।

Anubhav Sinha revealed Ajay Devgn did not speak to him for last 18 years

(বাঁ দিকে) অনুভব সিংহ। অজয় দেবগন (ডান দিকে)। ছবি: সংগৃহীত।

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১১ ফেব্রুয়ারি ২০২৫ ১৩:২৮
Share
Save

বলিউডে তারকাদের পারস্পরিক সম্পর্ক দেখে সত্য আঁচ করা কঠিন। সময়ের সঙ্গে কোন সমীকরণ বদলে যাবে, কেউ বলতে পারে না। সম্প্রতি ‘আর্টিকল ফিফটিন’ খ্যাত পরিচালক অনুভব সিংহ জানিয়েছেন, তাঁর সঙ্গে অভিনেতা অজয় দেবগনের প্রায় ১৮ বছর কোনও বাক্যালাপ হয়নি!

২০০৭ সালে ‘ক্যাশ’ ছবিতে অজয়কে পরিচালনা করেছিলেন অনুভব। সেই সময় ছবির একটি গান নিয়ে নাকি অনুভবের সঙ্গে মতানৈক্য হয়, সে খবর ছড়িয়ে পড়ে চলচ্চিত্র মহলে। অনেকেই মনে করেন, তার পর থেকে দু’জনের সম্পর্কে অবনতি হয়। কিন্তু এই বক্তব্য অস্বীকার করে অনুভব বলেন, ‘‘আমাদের মধ্যে কোনও লড়াই হয়নি। তিনি তো আমার সঙ্গে কথাই বলেন না।’’

অনুভব জানান, পরবর্তী সময়ে তিনি অজয়ের সঙ্গে একাধিক বার যোগাযোগের চেষ্টা করে ব্যর্থ হন। অনুভবের কথায়, ‘‘বেশ কয়েক বার ওঁকে মেসেজ করি। কিন্তু কোনও উত্তর পাইনি। ভেবেছিলাম, হয়তো খেয়াল করেননি। নেই নেই করে প্রায় ১৮ বছর হয়ে গেল, আমাদের মধ্যে কথা হয়নি।’’

তবে দীর্ঘ দিন কথা না হলেও অনুভব জানিয়েছেন অজয় তাঁর অন্যতম প্রিয় অভিনেতা। এমনকি অনুভব বিশ্বাস করেন, কোনও বন্ধু বিপদে পড়লে অজয় সকলের আগে সাহায্যের হাত বাড়িয়ে দেন। তবে অনুভব সন্দেহ প্রকাশ করেছেন, যে অতীতে তাঁর কোনও রাজনৈতিক মন্তব্যের কারণেও অজয় সচেতন ভাবে তাঁর সঙ্গে দূরত্ব বজায় রাখা শুরু করতে পারেন! অনুভবের কথায়, ‘‘আমি কিন্তু ওঁর উদ্দেশে কিছু করিনি। কারণ আমি অনেক সময়েই নানা মানুষকে নিয়ে মন্তব্য করে থাকি।’’ তবে অনুভব আশাবাদী, ভবিষ্যতে কোনও দিন তাঁদের সম্পর্কের শৈত্য কাটবে।

Ajay Devgn Anubhav Sinha Bollywood Actor Bollywood Director Bollywood News

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy

{-- Slick slider script --}}