পহেলগাঁও কাণ্ডের পরেও ‘সর্দারজি ৩’ ছবিতে পাক নায়িকা হানিয়া আমিরকে কাজ দেওয়ার কারণে তাঁর উপরে খড়্গহস্ত ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িস অ্যাসোসিয়েশন। আগামী কোনও হিন্দি ছবিতে দিলজিৎকে যাতে কাজ করতে না দেওয়া হয়, উঠেছে এমন দাবি। গায়ক-নায়ককে নিষিদ্ধ করার আবেদনও জানিয়েছেন তাঁরা। বলিউডের সিংহভাগ তারকারাই দিলজিতের বিপক্ষে। এই ছবি ভারতে নিষিদ্ধ। যদিও পাকিস্তানে মুক্তি পেয়েছে এই ছবি। শুধু তা-ই নয়, অভূতপূর্ব সাড়াও মিলেছে সে দেশে। ছবি মুক্তি পাওয়ার পর বিতর্ক যেন আরও উস্কে উঠেছে। এ বার দিলজিৎকে খোঁচা দিলেন অনুপম খের।
আরও পড়ুন:
দিলজিতের দেশপ্রম নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। তেমনই গায়ক দিলজিতের প্রশংসাও করেছেন। দিলজিকে খোঁচা দিয়ে অনুপম বলেন, “এটা ওঁর মৌলিক অধিকার। সেই অধিকার প্রয়োগ করার পূর্ণ স্বাধীনতা রয়েছে দিলজিতের এবং সে ক্ষেত্রে তাঁকে স্বাধীনতা দেওয়াও উচিত। তবে আমি আমার দৃষ্টিকোণ থেকে বলতে পারি যে, ওঁর জায়গায় থাকলে, আমি এ কাজ করতাম না। কারণ কেউ যদি আমার বাবাকে চড় মারে। সে যতই ভালো গান করুক, যতই ভালো শিল্পী হোক, কিন্তু আমি তাকে আমার বাড়িতে আমন্ত্রণ জানিয়ে গান গাইতে বলব না। অত ভালো আমি নই। পাল্টা আঘাতও করব না, কিন্তু তার জায়গা তাকে দেখিয়ে দেব। আমার কাছে সিনেমার থেকে বোনের সিঁথির সিঁদুর অনেক বড়। আমার পরিবারকে কেউ আঘাত করলে আমি ছেড়ে কথা বলব না। আমার দেশকে আমি পরিবারের মতোই দেখি।’’