Advertisement
৩০ এপ্রিল ২০২৪
Anurag Kashyap

দিনের আলো দেখেনি জীবনের শ্রেষ্ঠ কাজ, অবসাদে ভুগে দু’বার হৃদ্‌রোগে আক্রান্ত অনুরাগ

বলিউডের অন্যতম কৃতী পরিচালক তিনি, প্রযোজনাতেও পোক্ত। চলতি বছরে কান চলচ্চিত্র উৎসবে সম্মানিতও হয়েছেন। তবে এক সময় নাকি হতাশায় ডুবে মদে আসক্ত হয়ে পড়েছিলেন অনুরাগ কাশ্যপ।

Anurag Kashyap.

অনুরাগ কাশ্যপ। ছবি: সংগৃহীত।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
মুম্বই শেষ আপডেট: ২১ নভেম্বর ২০২৩ ২০:৪৭
Share: Save:

বলিউডের অন্যতম নামজাদা ও কৃতী পরিচালক অনুরাগ কাশ্যপ। শুধু পরিচালকই নন— চিত্রনাট্যকার, সংলাপ লেখক এবং প্রযোজক হিসাবেও নিজেকে প্রতিষ্ঠা করেছেন। বলিউডে ইতিমধ্যেই কাটিয়ে ফেলেছেন তিনটি দশক। এখন একডাকে তাঁকে চেনেন আন্তর্জাতিক বিনোদন বিশ্বের তাবড় ব্যক্তিত্বরাও। সেই পরিচালকই নাকি এক সময় তলিয়ে গিয়েছিলেন হতাশার অন্ধকারে। অবসাদ এমন ঘিরে ধরেছিল তাঁকে যে, মদে আসক্ত হয়ে স্বাস্থ্যের অবনতিও হয়েছিল তাঁর। এমনকি, পর পর দু’বার হার্ট অ্যাটাকও নাকি হয়েছিল তাঁর, জানান অনুরাগ নিজে।

সম্প্রতি এক সাক্ষাৎকারে অনুরাগ জানান, ‘ম্যাক্সিমাম সিটি’ সিরিজ় বানানোর পরে সেই সিরিজ় মুক্তির চুক্তি থেকে সরেছিল এক নামজাদা ওটিটি প্ল্যাটফর্ম। অনুরাগ বলেন, ‘‘আমার জীবনের শ্রেষ্ঠ কাজ ছিল ‘ম্যাক্সিমাম সিটি’। আমি ওই সিরিজ়ের কাজে নিজের সবটুকু ঢেলে দিয়েছিলাম। তার পর জানতে পারি, সিরিজ়টাই মুক্তি পাবে না। আমি হতাশায় পাগল হয়ে গিয়েছিলাম।’’ শুধু তাই-ই নয়, ‘তাণ্ডব’ নিয়ে বিতর্কও ছেঁকে ধরেছিল তাঁকে। ‘অলমোস্ট প্যার উইথ ডিজে মহব্বত’ ছবির কাজ পিছিয়ে গিয়েছিল অতিমারি ও লকডাউনের কারণে। অনুরাগ জানান, সেই সময় অবসাদের জেরে বিপর্যস্ত হয়ে পড়েছিলেন তিনি। মদে আসক্ত হয়ে পড়ার কারণে স্বাস্থ্যের অবনতিও হয়েছিল। এমনকি একাধিক বার রিহ্যাবেও যেতে হয়েছিল তাঁকে। সেই সময় এক বার নয়, দু’বার হৃদ্‌রোগে আক্রান্ত হয়েছিলেন ‘গ্যাংস অফ ওয়াসেপুর’ খ্যাত পরিচালক।

কয়েক মাস আগে এক সাক্ষাৎকারে অনুরাগ জানান, কয়েক বছর আগে বিভিন্ন কারণে বলিউডে প্রায় দমবন্ধ হয়ে এসেছিল তাঁর। নেতিবাচক চিন্তাভাবনার জেরে সেই পরিস্থিতি থেকে বেরোনোর পথ খুঁজছিলেন তিনি। অনুরাগ জানান, সেই সময় দক্ষিণী ইন্ডাস্ট্রি থেকে তাঁর কাছে প্রস্তাবও এসেছিল ছবি বানানোর। তামিল, মালয়ালম ইন্ডাস্ট্রিতে ছবি বানানোর সুযোগও পেয়েছিলেন তিনি। শুধু তাই-ই নয়, একাধিক দেশের চলচ্চিত্র উৎসবের চেনা মুখ হওয়ার কারণে জার্মান ও ফরাসি বন্ধুদের তরফে একই রকম প্রস্তাব পেয়েছিলেন তিনি। তা সত্ত্বেও বলিউড ছেড়ে যাননি অনুরাগ। কেন? অনুরাগ জানান, অন্য ভাষায় ছবি তৈরির কথা ভাবতে গিয়ে তিনি উপলব্ধি করেন হিন্দি ভাষায় ও সেই সংস্কৃতিতে তাঁর যতটা দখল—অন্যান্য কোনও ভাষা ও সংস্কৃতিতে সেই দখল নেই তাঁর। তা হলে কী ভাবে সেখানকার সঙ্গে সাযুজ্য রেখে ছবি বানাবেন তিনি? এই ভাবনা থেকেই বলিউড ছাড়ার সিদ্ধান্ত থেকে সরে আসেন অনুরাগ। তবে এখন ঝুটঝামেলা থেকে অনেক দূরে থাকেন তিনি। নেতিবাচক চিন্তাভাবনায় আমল না দিয়ে এখন স্রেফ ছবি বানানোয় মন দিয়েছেন অনুরাগ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE