প্রথমবার ‘মা’ ডাক শোনার দিন গুনছেন অনুষ্কা শর্মা। আর কয়েকদিন পরেই দুই থেকে তিন হবেন বিরাট-অনুষ্কা। পরিবারে আসবে ছোট্ট অতিথি। এই বিশেষ সময়ে স্ত্রীকে কাছছাড়া করতে চাইছেন না বিরাট। তাই তাঁকে নিয়েই আইপিএল খেলতে উড়ে গিয়েছেন সংযুক্ত আরব আমিরশাহিতে। সেখানেই কাজের ফাঁকে সময় কাটাচ্ছেন তারকা দম্পতি।
বিদেশে থাকলেও উৎসবের সময় ভারতের জন্য ‘মন কেমন’ অভিনেত্রীর। তবে এই অতিমারিকালে উৎসবের চেহারাও খানিক বদলে গিয়েছে। নবরাত্রির সেই জাঁকজমক এখন শুধুই স্মৃতি। সেই স্মৃতি হাতড়েই পুরনো দিনগুলিতে ফিরতে চাইছেন অনুষ্কা। গায়ে মেখে নিতে চাইছেন উৎসবের আমেজ। সেই ছাপ তাঁর ইনস্টাগ্রাম পোস্টেও। মহাষ্টমীতে পুরি, চানা এবং হালুয়ার ছবি পোস্ট করলেন নায়িকা। অনুরাগীদের জানালেন উৎসবের সময় এই খাবার ‘মিস’ করছেন তিনি।
সংযুক্ত আরব আমিরশাহিতে নিজের মতো করে সময় কাটিয়েছেন অনুষ্কা। মাঝেমধ্যেই তাঁকে দেখা গিয়েছে ভিআইপি স্ট্যান্ডে দাঁড়িয়ে স্বামী এবং তাঁর দলকে উৎসাহ দিতে। কিছুদিন আগেই হালকা গোলাপি জাম্পারে ‘বেবি বাম্প’-এর ছবি প্রকাশ্যে এনেছিলেন অনুষ্কা। ক্যাপশনে লিখেছিলেন ‘পকেটফুল অব সানশাইন’। অর্থাৎ ‘পকেটভর্তি রোদ্দুর’। এ ছাড়াও বিরাট তাঁর সঙ্গে একটি রোম্যান্টিক ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছিলেন। সেই ছবিতে সূর্যাস্তের আভা গায়ে মেখে একে অপরের চোখে হারিয়ে যেতে দেখা গিয়েছিল। এই করোনাকালে উৎসবে কিছুটা ভাটা পড়লেও আর কিছুদিনের মধ্যেই তাঁদের পরিবারে খুশির আমেজ বয়ে আনতে চলেছে নতুন অতিথি।
আরও পড়ুন: প্রথম স্ত্রী’র টিউমারের চিকিৎসা চলাকালীনই মাধুরীর প্রেমে পড়েন সঞ্জু!
মহাষ্টমীতে পুরি, চানা এবং হালুয়ার ছবি পোস্ট করলেন নায়িকা